ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দিনের শুরুতে এবাদতের আঘাত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৭, ২৫ মে ২০২২

তৃতীয় দিনের শুরুতেই সাফল্য পেলো বাংলাদেশ। প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রথম আঘাত হানলেন ডানহাতি পেসার এবাদত হোসেন। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি।

মুশফিক-লিটনের জাদুকরি ইনিংসে ভর করে বাংলাদেশ প্রথম ইনিংসে রান তোলে ৩৬৫। দুর্দান্ত ব্যাটিংয়ের পর টাইগার বোলাররা শুরুটা ভালো করতে পারেননি। মঙ্গলবার প্রথম উইকেটের দেখা পেতে অপেক্ষা করতে হয়েছে ২৬ ওভার। 

মাঠ ছাড়ার আগে ওশাদা ফার্নান্দোর রান ছাড়িয়েছে অর্ধ-শতকের কোটা। ওয়ানডে মেজাজে লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে ইনিংস বড় করেছেন। তবে দিনের শেষ দিকে কুশাল মেন্ডিসের উইকেট স্বস্তি দিয়েছে বাংলাদেশকে। 

তৃতীয় দিনে শ্রীলংকাকে দ্রুত গুটিয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামে টাইগার বাহিনী। শুরুতেই কুশাল রাজিথার উইকেট তুলে নিয়েছেন এবাদত। এখন ক্রিজে আছেন কুশাল মেন্ডিস ও অ্যাঞ্জেলো ম্যাথিউজ।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৩ উইকেটে ১৫১ রান। তারা এখনও ২১৪ রানে পিছিয়ে। অধিনায়ক দিমুথ করুনারাত্নে খেলছেন ৭৬ রান নিয়ে। নতুন ব্যাটার ম্যাথিউজ ২ রানে খেলছেন।

এর আগে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকার সংগ্রহ ছিল ২ উইকেটের বিনিময়ে ১৪৩ রান। ১২৭ বলে ৭০ রান নিয়ে অপরাজিত থাকেন করুনারত্নে। ১১ বল খেলে ০ রানে অপরাজিত ছিলেন কুশান রাজিথা।

আজ দিনের প্রথম ওভারে বল হাতে আসেন এবাদতকে। প্রথম বলে এক রান নিয়ে রাজিথাকে স্ট্রাইক দেন করুনারাত্নে। পরের বলেই ভুল লাইনে খেলে বোল্ড হয়ে যান শূন্য রান করা রাজিথা।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি