ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দিল্লিতে তাপমাত্রা ৩.৬ ডিগ্রি, সতর্কতা জারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ১৩ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

হাড়কাঁপানো ঠাণ্ডা ও ঘন কুয়াশায় নাজেহাল ভারতের দিল্লিবাসী। ইতিমধ্যে দিল্লিতে চূড়ান্ত সতর্কতা রেড অ্যালার্ট জারি করা হয়েছে।

শনিবার সকালে দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩.৬ ডিগ্রি সেলসিয়াস। যা এ মওসুমের সর্বনিম্ন। শুক্রবার এই তাপমাত্রা ছিল ৩.৯ ডিগ্রি সেলসিয়াস। 

তাপমাত্রা হু হু করে নামতে থাকায় শৈত্যপ্রবাহের পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজধানী জুড়ে। তার সঙ্গে ঘন কুয়াশাও দিল্লির স্বাভাবিক জীবনে প্রভাব ফেলেছে।

এই পরিস্থিতি আগামী কয়েক দিন থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। 

ঘন কুয়াশার কারণে রেল, সড়ক এবং বিমান পরিষেবাও ব্যাহত হচ্ছে গত কয়েক দিন ধরেই। শুক্রবার দিল্লির বেশ কয়েকটি জায়গায় দৃশ্যমানতা শূন্যে নেমে গিয়েছিল। তবে সেই পরিস্থিতির সামান্য উন্নতি হয়েছে শনিবার। দৃশ্যমানতা ছিল ২০০ মিটারের আশপাশে।

ঘন কুয়াশার কারণে গত কয়েক দিন ধরেই দিল্লি এবং উত্তর ভারতগামী দূরপাল্লার ট্রেন বেশ কয়েক ঘণ্টা দেরিতে চলছে। শনিবারও সেই ছবির কোনও ব্যতিক্রম হয়নি। দিল্লিগামী ১৮টি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে চলছে বলে জানা গেছে। 

কুয়াশার কারণে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানায়। চণ্ডীগড় এবং রাজস্থানেও সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া দপ্তর।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি