ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতীশি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১৭ সেপ্টেম্বর ২০২৪

দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির নেত্রী ও শিক্ষামন্ত্রী অতীশি মারলেনার নাম প্রস্তাব করেছেন দলের প্রধান অরবিন্দ কেজরিওয়াল। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে কেজরিওয়াল আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেন।

এনডিটিভির খবরে বলা হয়েছে, আজ বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভি কে সাক্সেনারের সঙ্গে বৈঠক করে কেজরিওয়াল মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন এবং অতীশি নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন। আম আদমি পার্টির নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।

এর আগে, ছয় মাস কারাভোগ শেষে মাত্র দুদিন আগে কারামুক্ত হন কেজরিওয়াল। রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক দলীয় অনুষ্ঠানে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন, যা অনেককে বিস্মিত করেছে।

কেজরিওয়ালের পদত্যাগের পর থেকে দিল্লির নতুন মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা চলছিল। শিক্ষামন্ত্রী অতীশি, বিধায়ক সৌরভ ভরদ্বাজ, রাঘব চাড্ডা, কৈলাশ গাহলট ও সঞ্জয় সিংয়ের নাম আলোচনায় ছিল। তবে শেষ পর্যন্ত অতীশি মারলেনা দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি