ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

দিল্লির বিদায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫৮, ১৩ মে ২০১৮

এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির দারুণ জুটিতে জিতেছে বেঙ্গালুরু। আইপিএলের চলতি আসরে নিজেদের স্বপ্ন বাঁচিয়ে রাখতে দিল্লির বিপক্ষে এ ম্যাচে জয় অবশ্যম্ভাবী ছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর।

অন্যদিকে প্লে অফে খেলার আশা বাঁচিয়ে রাখতে শেষ ৩ ম্যাচই জিততে হতো দিল্লি ডেয়ারডেভিলসকে। কিন্তু এবি ডি ভিলিয়ার্স ও বিরাট কোহলির ঝড়ে তাদের বিদায় নিশ্চিত করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

রোববার এক ওভার হাতে রেখে ৫ উইকেটে জিতেছে কোহলির দল। দিল্লিকে বিদায় করলেও তাদের চেয়ে মাত্র ২ পয়েন্ট এগিয়ে থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে বেঙ্গালুরুও। ১১ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে তারা। ১২ ম্যাচে ৬ পয়েন্টে সবার শেষে দিল্লি।

আইপিএলের ১১তম আসরটা বেশ খারাপই কাটলো দিল্লি ডেয়ারডেভিলসের। শুরু থেকে বাজে পারফরম্যান্সের কারণে মাঝ পথে এসে নেতৃত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ান গৌতম গম্ভীর। তার পরিবর্তে দায়িত্ব দেওয়া হয় স্রেয়াশ আয়ারকে। তরুণ এই অধিনায়কের কাঁধে ভর করে ভালোই ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল দিল্লি। কিন্তু সেই ঘুরে দাঁড়ানো আর হলো না। সবার আগেই বিদায় নিতে হলো তাদের।

ফিরোজ শাহ কোটলায় ১৮২ রানের লক্ষ্য পায় বেঙ্গালুরু, যার ১৪২ রান এসেছে কোহলি ও ডি ভিলিয়ার্সের ব্যাটে। ৩৭ বলে ৪টি চার ও ৬টি ছয়ে ৭২ রানে অপরাজিত থেকে ম্যাচ সেরা হন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ৪০ বলে ৭ চার ও ৩ ছয়ে ৭০ রান করে আউট হন কোহলি। ১৯ ওভারে ৫ উইকেটে ১৮৭ রান করে চতুর্থ জয় পায় বেঙ্গালুরু।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে দিল্লি ৪ উইকেট হরিয়ে সংগ্রহ করে ১৮১ রান। রিশাভ পান্ত সর্বোচ্চ ৬১ রান করেন। ১৯ বলে ৪৬ রান করেন অভিষেক শর্মা। ৩২ রান করেন স্রেয়াশ আয়ার।

সূত্র: ক্রিকইনফো

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি