ঢাকা, রবিবার   ০৭ জুলাই ২০২৪

দিল্লির লাল কেল্লা দখলের হুমকি পাকিস্তানী মন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৮, ১৭ নভেম্বর ২০১৮

সময় আসলে ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লা দখল করে নেয়ার হুমকি দিয়েছেন পাকিস্তানের সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী আলি মহম্মদ খান।

বৃহস্পতিবার একটি টুইটে তিনি মন্তব্য করেন, পাকিস্তানের চার প্রদেশের পাশাপাশি আরও অনেক কিছুর উপর আধিপত্য কায়েম রাখার ক্ষমতা পাকিস্তানের রয়েছে । ভারতের রাজধানী দিল্লির লাল কেল্লাও একদিন পাকিস্তানের দখলেই থাকব।

পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদির ব্রিটেনে কাশ্মীর প্রসঙ্গে বিতর্কিত মন্তব্যের জবাবে তিন এই কথা বলেন তিনি। 

বুধবার ব্রিটিশ পার্লামেন্টে আফ্রিদি ছাত্র-ছাত্রীদের সঙ্গে এক আলোচনা সভায় বলেন, ‘‘আমার মনে হয় পাকিস্তান কাশ্মীর চায় না। এমনকি ভারতকেও ওই রাজ্য দেওয়া উচিত নয়। মানবিকতার স্বার্থে কাশ্মীরকে স্বাধীন দেশের মর্যাদা দেওয়া উচিত।’’

একই সঙ্গে ‘পাকিস্তান নিজের চারটি প্রদেশই সামলাতে পারছে না’ বলেও মন্তব্য করেন তিনি।

এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হওয়ার পরেই গর্জে ওঠেন পাকিস্তানের নেতা-মন্ত্রীরা।

আফ্রিদির বক্তব্যের ভুল ব্যাখ্যা দিয়েছে ভারতিয় মিডিয়া এমনটাই দাবি করছে আফ্রিদি। তার দাবি, ভারত জোর করে কাশ্মীল দখল করেছে। ‘কাশ্মীর একটি অমীমাংসিত সমস্যা। কাশ্মীর পাকিস্তানেরই!


Ekushey Television Ltd.


Nagad Limted







© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি