ঢাকা, শুক্রবার   ০৩ জানুয়ারি ২০২৫

দীর্ঘ সময়ের চন্দ্রগ্রহণ আজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০০, ৭ আগস্ট ২০১৭ | আপডেট: ২০:০৫, ৯ আগস্ট ২০১৭

আজ ৭ আগস্ট  সোমবার রাত ৯টা থেকে পরবর্তী প্রায় ৫ ঘণ্টা সূর্য, পৃথিবী ও চাঁদ একই রেখা বরাবর অবস্থান করবে। ফলে দীর্ঘ সময়ব্যাপী দেখা যাবে চন্দ্রগ্রহণ।

অর্থাৎ এ সময় পৃথিবীর ছায়া পড়তে থাকে চাঁদের উপর। যাকে বিজ্ঞানের পরিভাষায় বলা হচ্ছে পিনামব্রাল এক্লিপ্স। তবে সচরাচর এই পর্যায় নজরে আসে না।

বাংলাদেশ ছাড়াও এই চন্দ্রগ্রহণ দেখা যাবে গোটা এশিয়া, ইউরোপ, আফ্রিকার বিভিন্ন জায়গা থেকে।

বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের দেওয়া তথ্য অনুযায়ী দেশের ৮টি বিভাগে চন্দ্রগ্রহণ দেখার সময়সূচি-

ঢাকা বিভাগে দেখা যাবে ৭ আগস্ট রাত ৯ টা   ৪৮মিনিট ৬ সেকেন্ড থেকে দিবাগত রাত ২ টা ৫২ মিনিট ৫৪ সেকেন্ড পর্যন্ত। ময়মনসিংহ থেকে রাত ৯ টাকা ৪৯ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিবাগত রাত ২টা ৫১ মিনিট ১২ সেকেন্ড পর্যন্ত।

চট্টগ্রাম বিভাগ থেকে ৯টা ৪০ মিনিট ১৮ সেকেন্ড থেকে দিবাগত রাত ২ টা ৫১ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত।

সিলেট বিভাগে রাত ৯টা ৪৩ মিনিট ৪২ সেকেন্ড থেকে দিবাগত রাত ২ টা ৪৫ মিনিট ৬ সেকেন্ড পর্যন্ত।

খুলনা ৯টা ৫০ মিনিট ১২ সেকেন্ড থেকে দিবাগত রাত ২ টা ৫৭ মিনিটি ৫৪ সেকেন্ড পর্যন্ত।

বরিশাল ৯টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ড থেকে দিবাগত রাত ২টা ৫৪ মিনিট ৩৬ সেকেন্ড পর্যন্ত।

রাজশাহী ৯ টা ৫৫ মিনিট ৪২ সেকেন্ড, ২ টা ৫৮ মিনিট ৪২ সেকেন্ড পর্যন্ত।

এবং রংপুর ৯ টা ৫৫ মিনিট ৩০ সেকেন্ড থেকে দিবাগত রাত ২ টা ৫৪ মিনিট ২৪ সেকেন্ড পর্যন্ত।

 

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি