দীর্ঘ ১০ বছর পর জন্মভূমিতে সালাহউদ্দিন আহমদ
প্রকাশিত : ১৪:১৪, ২৮ আগস্ট ২০২৪
দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমিতে ফিরলেন কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (২৮ আগস্ট) দুপুর ১২টায় ইউএস বাংলা বিমানযোগে ঢাকা থেকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন এই নেতা।
এসময় নেতাকর্মীদের ঢল নামে। জনস্রোতে পরিণত হয় পুরো কক্সবাজার শহর। এসময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান কেন্দ্রীয় বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক ও সাবেক সাংসদ লুৎফর রহমান কাজল, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্নাসহ জেলার সিনিয়র নেতৃবৃন্দ।
কক্সবাজার শহর হয়ে ঘুরে প্রথমে চকরিয়া ও পরে পেকুয়া গিয়ে জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন বলে নিশ্চিত করেন দলের সিনিয়র নেতৃবৃন্দরা।
এই সফরে সালাহউদ্দিন আহমদ সপ্তাহখানেক কক্সবাজারে অবস্থান ও ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নিহত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, তাদের কবর জিয়ারত এবং বিগত ১৬ বছরে স্বৈরাচারী সরকারের নির্যাতন-নিপীড়নে নিষ্পেষিত নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন জেলা বিএনপি।
এর আগে ২০১৫ সালে গুমের শিকার হন সালাহউদ্দিন আহমেদ। পরে তাকে অচেতন অবস্থায় ভারতের শিলং রাজ্যে তাকে উদ্ধার করে ওখানকার স্থানীয় পুলিশ। এরপর অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা পর্যন্ত হয় তার বিরুদ্ধে।
দীর্ঘ ১০ বছর পর গেল ১১ আগস্ট ভারত থেকে দেশে ফেরেন বিএনপির এই নেতা।
এএইচ
আরও পড়ুন