দীর্ঘদিন ধরে বেহাল দশা লালমনিরহাট জেলার রাস্তাঘাট
প্রকাশিত : ০৮:৪৮, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ০৯:০৫, ২২ সেপ্টেম্বর ২০১৬
দীর্ঘদিন ধরে বেহাল দশা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কসহ জেলার অধিকাংশ রাস্তাঘাট। সংস্কার বিহীন ভাঙ্গা রাস্তায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। যান চলাচলে বিঘ্ন ঘটায় স্থবিরতা দেখা দিয়েছে জেলার ব্যবসা-বাণিজ্যে।
দেখে বোঝার উপায় নেই এটি কোনো মহাসড়ক। খানাখন্দ ও বড় বড় গর্তে এতটাই বেহাল দশা যে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছে বিভিন্ন যানবাহন। সৃষ্টি হচ্ছে মাইলের পর মাইল যানজট।
এ দৃশ্য লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের। মহেন্দ্রনগর থেকে বড়বাড়ি পর্যন্ত ৪ কিলোমিটার অংশ যানবাহন চলাচলের প্রায় অনুপোযোগী হয়ে পড়েছে। জেলার অন্যান্য রাস্তাগুলোও ভাঙাচোরা। ভাঙা রাস্তায় চলতে গিয়ে ক্ষতি হচ্ছে যানবাহনের। চরম বিপাকে পড়েছেন বুড়িমারী স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারকরা। স্থবিরতা দেখা দিয়েছে ব্যবসা-বাণিজ্যে।
তবে বিকল্প হিসেবে মহেন্দ্রনগর থেকে মোস্তফি সড়কটি চালু করতে বেইলী ব্রীজের কাজ চলছে বলে জানায় সড়ক ও জনপথ বিভাগ।
দ্রুত জেলার সব রাস্তাঘাট সংস্কারের দাবি এলাকাবাসীর।
আরও পড়ুন