ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন শাবনূর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৬, ২৪ জুন ২০২৪

Ekushey Television Ltd.

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনুর দীর্ঘদিন পর পর্দায় ফিরছেন। ইতোমধ্যেই ‘রঙ্গনা’ সিনেমার প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। দ্বিতীয় লটের শুটিংয়ের আগেই নিজের আমুল পরিবর্তন এনেছেন এই নায়িকা। 

রোববার ২৩ জুন নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুইটি ছবি শেয়ার করেছেন শাবনূর। দেখেই বোঝা যাচ্ছে, শরীরের মেদ ঝেড়ে ফেলেছেন অভিনেত্রী। সেটাও সিনেমার চরিত্রের প্রয়োজনে। 

এদিকে অভিনেত্রীর সেই ছবি শেয়ার করে ‘রঙ্গনা’র পরিচালক আরাফাত লিখেছেন, ‘ দ্বিতীয় লটের শুটিংয়ের প্রস্তুতি চলছে পুরো দমে’।

নায়িকার এমন পরিবর্তন দর্শকরাও বেশ ভালোভাবে নিয়েছেন। পছন্দের নায়িকার কাছ থেকে ভক্তরাও দারুণ কিছু প্রত্যাশা করছেন। তাদের আশা, পর্দায় আবারও পুরোনো শাবনূরের দেখা মিলবে।

 

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি