ঢাকা, সোমবার   ২৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দুই ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে দিল জনতা

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪১, ২২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

মাদারীপুরের কালকিনিতে ছিনতাই করে পালানোর সময় দুজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

শুক্রবার (২১ মার্চ) রাত ১০টার দিকে কালকিনি-ভুরঘাটা সড়কের পানেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। 

এসময় লুণ্ঠিত টাকাসহ দুই ছিনতাইকারী পালানোর সময় স্থানীয় জনগণ ধাওয়া করে তাদের আটক করে।  

আটককৃতরা হলো কালকিনি উপজেলার কাষ্টগড় এলাকার লোকমান সরদারের ছেলে জহির সরদার (২৭) এবং মাদারীপুর সদর উপজেলার জজ কোর্ট এলাকার মহসিন মিয়ার ছেলে সজল (২৫)। তারা দুজনই সংঘবদ্ধ ছিনতাই চক্রের সদস্য। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কালকিনি হতে ব্যাটারীচালিত অটোরিকশাযোগে ভুরঘাটা যাচ্ছিলেন উপজেলার কালীগঞ্জ এলাকার কাপড় ব্যবসায়ী মোতালেব হোসেন খান। এসময় আগে থেকে ওঁৎপেতে থাকা দুই ছিনতাইকারী যাত্রীবেশে ওই অটোরিকশায় ওঠে। অটোরিকশাটি ভুরঘাটা ব্রীজের কাছাকাছি পানেরহাট এলাকায় পৌঁছালে ব্যবসায়ীর ব্যাগ কেটে দেড় লক্ষাধিক টাকা নিয়ে অটোরিকশা থেকে লাফ দেয় ছিনতাইকারীরা। এ সময় ব্যবসায়ীর চিৎকারে পথচারীরা এগিয়ে এসে দুই ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে আটক করে।

পরে জহির নামে ছিনতাইকারীদের একজনের কাছ থেকে ছিনতাইকৃত টাকা উদ্ধার করা হয়। এর আগে বিকালে ভুরঘাটা হতে কালকিনি যাওয়ার পথেও এক ইজিবাইক চালকের পকেট কেটে টাকা নিয়ে যায় এই ছিনতাইকারীরা। 

পরে গণধোলাই দিয়ে দুজনকে পুলিশের কাছে সোপর্দ করে জনগণ।

এলাকাবাসীরা জানান, আটককৃত জহির সরদার এলাকার একজন চিহ্নিত চোর ও ছিনতাইকারী। এর আগেও বেশ কয়েকবার এসব অপরাধে তাকে আটক করা হয়েছিল।

বিষয়টি নিশ্চিত করে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, এক ব্যবসায়ীর টাকা ছিনতাইকালে হাতেনাতে আটকের পর জনতা দুই ছিনতাইকারীকে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি