দুই দিনে ১৮৩ টন ত্রাণ পাঠাল যুক্তরাজ্য
প্রকাশিত : ১৬:১৫, ২৯ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১০:১৫, ৩০ সেপ্টেম্বর ২০১৭
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের ত্রাণের দ্বিতীয় চালান চট্টগ্রামে পৌঁছেছে।
শুক্রবার সকাল পৌনে ৭টায় ওই ত্রাণ নিয়ে একটি উড়োজাহাজ চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামে।
এর মধ্যে রয়েছে এক হাজার ৪৭৮ শেল্টার কিট, ২০ হাজার কম্বল এবং সাড়ে ১০ হাজার স্লিপিং ম্যাট।
বাংলাদেশের পক্ষে ত্রাণ গ্রহণ করেন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।
তিনি বলেন, যুক্তরাজ্যের আন্তর্জাতিক সহায়তা সংস্থা ডিএফআইডি থেকে পাঠানো এই চালানে ৮৫ দশমিক ০৮ টন ত্রাণ সামগ্রী রয়েছে।
ডিএফআইডির লজিস্টিকস অফিসার মার্ক কুইন এবং চট্টগ্রামে আইওএমর অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স অ্যাসিসটেন্ট মাসুদুর রহমান খান ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ডিএফআইডির পাঠানো ৯৮ টন ত্রাণবাহী প্রথম বিমানটি বৃহস্পতিবার বিকালে চট্টগ্রামে আসে। এ নিয়ে দুই দিনে মোট ১৮৩ টন ত্রাণ সামগ্রী পাঠাল যুক্তরাজ্য।
এসএ/ডব্লিউএন
আরও পড়ুন