ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুই নায়িকার মেকআপ রুমের ছবি ফাঁস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৮, ১৬ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৮:১৪, ১৬ অক্টোবর ২০১৭

Ekushey Television Ltd.

ইয়েতি অভিযান ছবির রেশ কাটতে না কাটতেই গুঞ্জন শুরু হয়েছে নতুন ছবি ‘উমা’ নিয়ে। কিছুদিন আগেই মহরৎ হয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘উমা’র।

সম্প্রতি সৃজিত মুখোপাধ্যায় ‘উমা’ ছবির মেকআপ রুম থেকে দুই সুন্দরীর ছবি শেয়ার করেন। যেখানে দেখা যায় একদিকে রয়েছেন শ্রাবন্তী অন্যদিকে সায়ন্তিকা। দু’জনেই তৈরি হচ্ছেন শ্যুটিং এ যাওয়ার জন্য।

সৃজিত মুখোপাধ্যায়ের ছবিটি মূলত সম্পর্ক-কেন্দ্রিক। বাবা ও মেয়ের সম্পর্ককে সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন সৃজিত। এই প্রথম ছবিতে ডেবিউ করছেন যীশুর কন্যা সারা এবং জারা। এই ছবির বিষয়বস্তু দুর্গাপূজাকে কেন্দ্র করে। তবে ছবির গল্প নিয়ে এখনই বিশেষ কিছু বলতে নারাজ পরিচালক।

জানা গেছে, কিছুদিনের মধ্যেই ‘উমা’ ছবির শ্যুটিং শুরু হবে। লোকেশন হিসেবে বেছে নেওয়া হয়েছে সুইজারল্যান্ডকে। ছবির মুখ্য চরিত্রে থাকবেন যীশু সেনগুপ্ত। রিয়েল লাইফের বাবা হওয়ার থেকেও রিল লাইফের বাবা হওয়া বেশি টাফ বলেই জানালেন তিনি৷ তবে তাদের মা বেশি এক্সাইটেড এই ছবি নিয়ে। কারণ প্রথমবার ডেবিউ করছে তাদের দুই কন্যা৷ তবে এত তাড়াতাড়ি মেয়েরা অভিনয়ের জগতে আসুক, চাননি কেউই। কাজের ক্ষেত্রে মেয়েদের সেরাটা শেখাবেন বলেই স্থির করেছেন যীশু।

 

সূত্র : কলকাতা টুয়েন্টিফোর

 

এসএ/এআর

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি