ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

ভিডিও দেখুন ...

দুই বাংলার সুরের বন্ধনে স্বপ্নিল-হিমি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৭ অক্টোবর ২০১৮ | আপডেট: ০৮:১৯, ১৮ অক্টোবর ২০১৮

ওপার বাংলার স্বনামধন্য রবীন্দ্রসংগীতশিল্পী শ্রাবণী সেন। আর এই বাংলার তরুণ প্রজন্মের জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী স্বপ্নিল সজীব। দুই বাংলার সেতু বন্ধনে সুরের দোলায় একটি গানে কণ্ঠ দিলেন তারা দুজন। ‘আজি ঝর ঝর’ শীর্ষক জনপ্রিয় রবীন্দ্রসংগীতটি একসঙ্গে গেয়েছেন তারা। সেই সঙ্গে নির্মাণ করা হয়েছে এর ভিডিও চিত্র।

গানটির সংগীতায়োজন করেছেন আমজাদ হোসাইন। দুর্গা পূজা উপলক্ষ্যে প্রযোজনা প্রতিষ্ঠান ঢুলি’র অফিশিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে। গানের সঙ্গে মিল রেখেই গানটির ভিডিও নির্মাণ করা হয়েছে। আর এখানে স্বপ্নিলের সঙ্গে অংশ নিয়েছেন মডেল, অভিনেত্রী হিমি।

গানটিতে কণ্ঠ দেওয়া প্রসঙ্গে শ্রাবণী সেন বলেন, ‘এটা আমার খুব প্রিয় একটি গান। স্বপ্নিলের সঙ্গে আমি গানটি গেয়েছি। অসাধারণ একজন মানুষ সে। গানটির সুন্দর একটি ভিডিও করা হয়েছে। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’

এদিকে, স্বপ্নিল সজীব গানটি প্রসঙ্গে বলেন, ‘এটা আমার জন্য ভালো লাগার একটি বিষয় যে স্বনামধন্য সংগীতশিল্পী শ্রাবণী সেনের সঙ্গে প্রথমবারের মতো গান করলাম। অডিওর সঙ্গে মিল রেখে এর ভিডিওটিও চমৎকারভাবে নির্মাণ করা হয়েছে। এর ভিডিওতে আমার সঙ্গে অংশ নিয়েছে হিমি। সব মিলিয়ে এ গানের ভিডিওটি সবার ভালো লাগবে বলেই আমার বিশ্বাস।’

হিমি বলেন, ‘অনেক সুন্দর একটি কাজ হয়েছে। গানটি আসলে দুই বাংলার সেতু বন্ধন রচনা করেছে। আমি গানটির ভিডিওতে কাজ করতে পেরে উচ্ছ্বসিত।’

এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি