ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

দুই মাস বাড়ানো হবে শস্য চুক্তি, ঘোষণা দিতে পারেন এরদোগান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৮, ১২ মে ২০২৩

কৃষ্ণ সাগর দিয়ে রপ্তানির নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে করা শস্য চুক্তির মেয়াদ দুই মাস বাড়ানো হবে। আগামী ১৮ মে চুক্তিটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্ত তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান প্রথম ঘোষণা দিতে পারেন। প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত একটি সূত্র এ কথা জানিয়েছে। খবর তাস’র।

সূত্রটি জানায়, ‘আমি মনেকরি চুক্তিটির মেয়াদ আরো দুই মাস বাড়ানো হবে। রাশিয়া শেষবারের মতো এ ব্যাপারে সম্মত হতে পারে। ‘ঐতিহ্যগতভাবে’ চুক্তির মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তটি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সাথে ফোনালাপের পর ঘোষণা দিতে পারেন।’ সিদ্ধান্তটি ‘আজ বা কাল’ ঘোষণা দেওয়া হতে পারে এমন কথা সূত্রটি উড়িয়ে দেয়নি।
তবে সূত্রটি চুক্তির মেয়াদ বাড়ানোর সম্ভাবনাকে ‘রাশিয়ার ইঙ্গিত’ বলে অভিহিত করেছে এই আশায় যে গত বছরের ২২ জুলাই ইস্তাম্বুল স্বারকলিপিতে অন্তর্ভুক্ত তাদের বিভিন্ন দাবি বিবেচনায় নেওয়া হবে।

রাশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিনিধিদের মধ্যে ইস্তাম্বুলে আলোচনার পর রাশিয়ার উপ-পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ভারশিনিন সাংবাদিকদের বলেন, মস্কো তাদের দাবি পূরণের নিশ্চয়তা না পেলে চুক্তির রাশিয়ান অংশ কাজ করা বন্ধ করে দেবে। এক্ষেত্রে তাদের দাবিগুলো ১৮ মে’র মধ্যেই পূরণ করতে হবে। তারা কৃষি পণ্য এবং সার রপ্তানি, সুইফট সিস্টেমের সাথে রাশিয়ার কৃষি ব্যাংকের পুন:সংযোগ এবং অন্যান্য অনেক বিষয় নিয়ে উদ্বিগ্ন।

বিশ্ব বাজারে খাদ্য ও সার রপ্তানি কার্যকর করার ব্যাপারে ২০২২ সালের ২২ জুলাই ইস্তাম্বুলে চুক্তি স্বাক্ষর করা হয়। প্রথমে ৪ মাসের জন্য এবং পরে গত নভেম্বরে আরো ৪ মাসের জন্য এ চুক্তির মেয়াদ বাড়ানো হয়।

রাশিয়া, তুরস্ক, ইউক্রেন এবং জাতিসংঘের প্রতিনিধিরা শস্য চুক্তির সম্ভাব্য মেয়াদ বৃদ্ধি এবং শস্য ও সার সরবরাহের জন্য রাশিয়ার অংশের কাজ বাস্তবায়ন নিয়ে আলোচনা করতে ১০ ও ১১ মে ইস্তাম্বুলে বৈঠকে বসেন। এর আলোচ্যসূচিতে ছিল কৃষ্ণ সাগর শস্য করিডোরের নিরাপত্তা ইস্যু।

সূত্র: বাসস

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি