দুই শিক্ষার্থী হত্যার ৩ আসামি ঢাকা-রায়পুরা থেকে গ্রেপ্তার
প্রকাশিত : ১৫:১৮, ২৮ মার্চ ২০২৩ | আপডেট: ১৫:২০, ২৮ মার্চ ২০২৩
পটুয়াখালীর বাউফলে দশম শ্রেণির দুই শিক্ষার্থী হত্যা মামলার প্রধান আসামি রায়হানসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে র্যাব। নরসিংদীর রায়পুরা ও রাজধানীর পল্লবী থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ানবাজারে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংস্থাটির মুখপাত্র খন্দকার আল মঈন।
তিনি জানান, তুচ্ছ ঘটনার জেরে স্কুলছাত্র মারুফ ও নাফিজকে হত্যা করে রায়হান ও তার সহযোগীরা। গত ২২ মার্চ বাউফলের ইন্দ্রাকুল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির শিক্ষার্থী মারুফে সঙ্গে নবম শ্রেণির ছাত্র সৈকতের তুচ্ছ ঘটনা নিয়ে বাকবিতণ্ডা হয়।
এরমধ্যে নবম শ্রেণীর আরেক শিক্ষার্থী রায়হান এগিয়ে সৈকতের পক্ষ নিলে মারুফ-রায়হান গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। সে সময় রায়হান মারুফসহ অন্যদের দেখে নেওয়ার হুমকি দেয়।
এর জেরে সিয়াম, নাফিজ ও মারুফকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে আহত করে রায়হান ও তার সহযোগীরা। হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মারুফ ও নাফিসকে মৃত ঘোষণা করেন।
এএইচ
আরও পড়ুন