ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুদক অপরাধীদের ছাড় দেবে না জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান

প্রকাশিত : ১৮:৩৭, ১৬ এপ্রিল ২০১৬ | আপডেট: ১৮:৩৭, ১৬ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

Satkhira Dudokদুদক কোনো মানুষকে অযথা হয়রানি করবে না, তবে অপরাধীদের ছাড়ও দেবে না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। শনিবার দুপুরে সাতক্ষীরা সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, দুর্নীতি দমনে কেবলমাত্র আইনি ব্যবস্থা নিয়ে অপরাধীকে জেলে পাঠানোই বড় কথা নয়। এ ব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি জরুরী বলেও মনে করেন দুদক চেয়ারম্যান। শিক্ষা প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের দুর্নীতি দূর করতে পারলে সমাজ থেকে দূর্নীতি প্রতিরোধ সহজ হবে বলেও মন্তব্য করেন তিনি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি