ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুদকে চাকরির সুযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪০, ৩১ মে ২০১৭ | আপডেট: ১৭:৪৫, ৩১ মে ২০১৭

Ekushey Television Ltd.

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ‘গাড়িচালক’ পদে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের মধ্য থেকে মোট দশ জনকে এ পদে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা

যেকোনো স্বীকৃত বোর্ড থেকে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন। প্রার্থীদের হালকা ও ভারী গাড়ি চালনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।

বয়স

আগামী ২০ জুন, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছর। এ ছাড়া মুক্তিযোদ্ধা কোটাধারীদের ক্ষেত্রে বয়স ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

বেতন

নিয়োগপ্রাপ্তদের প্রতি মাসে নয় হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া

নির্ধারিত আবেদন ফরম এবং প্রবেশপত্রের নমুনা যথাযথভাবে পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ শুধু ডাকযোগে পাঠাতে হবে। আবেদনের নমুনা ফরম ও প্রবেশপত্রটি পাওয়া যাবে দুর্নীতি দমন কমিশনের ওয়েবসাইটে (www.acc.org.bd)। আবেদন করার ঠিকানা ‘সচিব, দুর্নীতি দমন কমিশন, প্রধান কার্যালয়, ১ সেগুনবাগিচা, ঢাকা’। আবেদন করা যাবে ২০ জুন, ২০১৭ পর্যন্ত।

বিস্তারিত জানতে ৩১ মে, ২০১৭ তারিখে দৈনিক নিউ এজ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তি দেখুন :

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি