ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

দুদকের শরিফ উদ্দিনের চাকুরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:২৮, ৫ মার্চ ২০২২

দুদকের উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনের চাকুরি থেকে অপসারণের প্রতিবাদে ও তার চাকুরি পুনর্বহালের দাবিতে এক মানববন্ধন করা হয়েছে। বাংলাদেশ ছাত্র মৈত্রী ও বাংলাদেশ যুব মৈত্রী উদ্যোগে শনিবার দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অতুলোন দাস আলো’র সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স। 

বক্তব্য রাখেন, যুব মৈত্রীর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, সহসভাপতি কায়সার আলম, ছাত্র মৈত্রীর সভাপতি কাজী আবদুল মোতালেব জুয়েল, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক যুবনেতা রফিকুল ইসলাম জাহিদ, ছাত্রনেতা ইয়াতুন নেসা রুমা প্রমুখ।

সভাপতির বক্তব্যে যুবনেতা সাব্বাহ আলী খান কলিন্স বলেন, দুর্নীতির প্রশ্নে প্রধানমন্ত্রী ঘোষিত জিরো টলারেন্স যখন রাষ্ট্র এবং সমাজে চলমান, সেই মুহূর্তে ঠিক হঠাৎ করেই কোনো প্রকার কারণ দর্শানো ছাড়াই সৎ, সাহসী দুদকের উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দিনের চাকুরি থেকে অপসারণ অত্যন্ত অন্যায্য পদক্ষেপ এবং যা সংবিধানের ১৫৩(২) ধারার সঙ্গে সাংঘর্ষিক। এভাবে উদ্যোমী সৎ দুদক কর্মকর্তাদের চাকুরিচ্যুত করলে দুর্নীতিবাজ রাঘব বোয়ালরা অনুপ্রাণিত হবে। 

কলিন্স আরো বলেন, দুর্নীতিবাজদের রোষানলের শিকার শরিফ উদ্দিনের চাকুরি প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ নির্মাণের স্বার্থে ফিরিয়ে দেয়া হোক।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি