দু’দিনের টানা বৃষ্টিতে পানিবন্দি চট্টগ্রামের লাখ লাখ বাসিন্দা
প্রকাশিত : ১৮:০০, ১৩ জুন ২০১৭ | আপডেট: ১৮:২৯, ১৩ জুন ২০১৭
দু’দিনের টানা বৃষ্টিতে পানিবন্দি বন্দরনগরী চট্টগ্রামের লাখ লাখ বাসিন্দা। তলিয়ে গেছে আগ্রাাবাদ, হালিশহর, মুরাদপুর, চকবাজার ও বহদ্দারহাটসহ বিভিন্ন এলাকা। চরম দুর্ভোগে নগরীর নিম্নাঞ্চলের বাসিন্দারা। বন্ধ হয়ে গেছে রান্নাবান্নাসহ গৃহস্থালী কাজ। এমন অবস্থায় জলাবদ্ধতার হাত থেকে মুক্তি পেতে সরকারের হস্তক্ষেপ কামনা করছেন তারা।
নিম্নচাপের প্রভাবে গেলো কয়েকদিন ধরে বৃষ্টিপাত অব্যহত চট্টগ্রামে। আর সোমবার রাত থেকে বৃষ্টি বেড়ে যাওয়ায় মঙ্গলবার ভোর থেকে নগরী জুড়ে সৃষ্টি হয় জলাবদ্ধতার। এর সাথে সামুদ্রিক জোয়ার যোগ হওয়ায় প্রকট আকার ধারণ করে জলাবদ্ধতা। বাসা-বাড়িতে ঢুকে যায় নালা নর্দমার পানি। পানি বন্দি হয়ে পড়েন নগরীর আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকা, বেপারী পাড়া, হালিশহর, আগ্রাবাদ এক্সেস সড়ক, নিমতলা বিশ্বরোড, বহদ্দারহাট, মুরাদপুর, চবকাজার, বাদুরতলা, আরকান সোসাইটি এলাকার লাখ লাখ বাসিন্দা।
পানিবন্দি থাকায় এসব এলাকায় বন্ধ হয়ে যায় রান্নাবান্নাসহ গৃহস্থালীর সব কাজ।
পরিস্থিতির উন্নয়ন সিটি কর্পোরেশনসহ স্থানীয় প্রশাসন এবং সরকারের হস্তক্ষেপ চান পানিবন্দি মানুষেরা।
এদিকে মঙ্গলবার দুপুর পর্যন্ত চট্টগ্রামে ১৩১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করে আবহাওয়া অধিদফতর। টানা বর্ষণ ও পাহাড়ী ঢলে বন্ধ হয়ে গেছে চট্টগ্রামের সাথে বান্দরবান, রাঙ্গামাটি কক্সবাজারের যান চলাচল।
আরও পড়ুন