ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

দুধে ভেজাল দেয়ায় ৩২ বছর শুনানির পর ৬ মাসের জেল!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১২, ২১ জানুয়ারি ২০২৩

দুধে ভেজাল মেশানোর অভিযোগ একটি চলমান ঘটনা। কিন্তু ভারতের উত্তরপ্রদেশে এমন ঘটনায় দুধওয়ালার বিরুদ্ধে মামলা ঠুকে দেওয়া হয়েছিল। দীর্ঘদিনের আগের এই মামলার শুনানিতে কেটে গেল ৩২ বছর! অবশেষে বিচারক রায় দেন দুধওয়ালা হরবীর সিং-এর বিপক্ষে।

তাকে ৬ মাসের কারাবাসের সাজার পাশাপাশী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মামলার বিবরণী থেকে জানা যায়, দুধের মধ্যে পানিসহ বিভিন্ন ভেজাল মেশানোর অভিযোগে উত্তরপ্রদেশের মুজাফফরনগরের বাসিন্দা হরবীর সিংহের বিরুদ্ধে ১৯৯০ সালের এপ্রিলে মামলাটি করা হয়েছিল। উত্তরপ্রদেশের খাদ্য দপ্তরের তৎকালীন কর্মকর্তা সুরেশ চাঁদ ছিলেন এই মামলার বাদি। ওই বছর ২১ এপ্রিল থেকে শুরু হয় মামলাটির শুনানি। তারপর বছরের পর বছর ধরে চলতে থাকে এই মামলার শুনানি। অবশেষে ২০২২ সালের ১৮ জানুয়ারি, দীর্ঘ ৩১ বছর ৯ মাস পর মামলার রায় ঘোষণা করেন বিচারক। 

আসামিকে দোষী প্রমাণিত হওয়ায় তাকে সাজাও দেওয়া হয়। রায় ঘোষণার সময় বিচারক বলেন, সমস্ত প্রমাণ খতিয়ে দেখে অভিযুক্ত দুধওয়ালা হরবীরকে দোষী সাব্যস্ত করা হলো।

সূত্র: সংবাদ প্রতিদিন
এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি