ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

বিপিএল

দুপুরে মুখোমুখি রংপুর-রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৬, ১৩ জানুয়ারি ২০১৯

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে সপ্তম দিনের প্রথম খেলায় রংপুর রাইডার্সের মুখোমুখি হবে রাজশাহী কিংস।

খেলায় রংপুর রাইডার্সকে নের্তৃত্ব দেবেন মাশরাফি বিন মর্তুজা। অপরদিকে  রাজশাহী কিংসের নের্তৃত্বে থাকছেন মেহেদী হাসান মিরাজ।

আজ রোববার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ১.৩০টা মিনিটে। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি এবং মাছরাঙা চ্যানেল।

আজ শেষ হচ্ছে পাঁচ পর্বে ভাগ করা বিপিএলের প্রথম পর্ব। মিরপুর পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

এ পর্যন্ত তিন ম্যাচ খেলে দুটিতে হার নিয়ে সুবিধাজনক অবস্থানে নেই মিরাজের রাজশাহী কিংস। অপরদিকে গতবারের চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স তুলনামূরক ভালো অবস্থানে রয়েছে।

চার ম্যাচের দু’টিতে জয়, আর দু’টিতে পরাজয় নিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে মাশরাফির দল।

আজকের খেলায় রংপুর রাইডার্সের দলে নিয়মিত ওপেনার হিসেবে থাকবেন ক্রিস গেইল ও অ্যালেক্স হ্যালেস।

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি