ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

দুপুরেই যুক্তরাষ্ট্রে নামবে সন্ধ্যা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ২০ আগস্ট ২০১৭ | আপডেট: ২১:০৬, ২০ আগস্ট ২০১৭

যুক্তরাষ্ট্রে সোমবার মধ্যাহ্ণেই নামবে সন্ধ্যা। আকাশে দেখা যাবে তারা। আর পাখিরা নীড়ে ফিরতে শুরু করবে রাত হচ্ছে ভেবে। আমেরিকার এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত গত ৯৯ বছরের মধ্যে এই প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। খবর বিবিসির।

কোটি কোটি মানুষ এ সূর্যগ্রহণ দেখার প্রস্তুতি নিচ্ছে। ফেসবুক, ইউটিউব, টুইটারের যুগে প্রথমবারের মতো ঘটতে চলা এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ নিয়ে আমেরিকা জুড়ে তুমুল শোরগোল শুরু হয়েছে।

এবার এ সূর্যগ্রহণ যারা সরাসরি দেখবেন, তাদের সংখ্যা নাকি আগের সব রেকর্ড ছাড়িয়ে যাবে।

আকাশের অনেক উঁচুতে নাসা ছেড়েছে ৫০টি বেলুন, যাতে সংযুক্ত করা হয়েছে ভিডিও ক্যামেরা। এ ক্যামেরা দিয়ে সূর্যগ্রহণের লাইভ স্ট্রিমিং করা হবে অনলাইনে। সূর্যগ্রহণ দেখার জন্য বাজারে ছাড়া হয়েছে `সোলার সেফ সানগ্লাস`। সেগুলো বিক্রি হচ্ছে দেদারসে।

মার্কিন অ্যাস্ট্রনমিক্যাল সোসাইটির জ্যোতির্বিজ্ঞানী রিক ফিয়েনবার্গ বলেন, এটা নিশ্চিতভাবেই মানব ইতিহাসে সবচেয়ে বেশি মানুষের দেখা সূর্যগ্রহণ হতে যাচ্ছে।

সকালে প্যাসিফিক উপকূলের ওরেগনের মানুষ প্রথম এ পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাবেন।

এরপর এটি আটলান্টিক উপকূলের সাউথ ক্যারোলিনার মানুষ দেখার সুযোগ পাবেন আরও ৯০ মিনিট পর। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ পৃথিবীর একটা বিরাট অঞ্চল জুড়ে দেখা যাওয়ার ঘটনা খুব বিরল।

সোশ্যাল মিডিয়ার কল্যাণে এবং অত্যধুনিক অপটিক্যাল যন্ত্রপাতির সহজলভ্যতার কারণে এবার এ নিয়ে মানুষের মধ্যে আগ্রহও ব্যাপক।

২০০৯ সালের জুলাই মাসে বাংলাদেশ ছাড়াও ভারত, নেপাল এবং চীনের একাংশ থেকে দেখা গিয়েছিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ।
সোমবার পৃথিবীর ওপর চাঁদের যে ছায়া পড়বে, তার সবচেয়ে ঘন অংশটির আয়তন হবে ৭০ মাইল চওড়া এবং আড়াই হাজার মাইল দীর্ঘ। যুক্তরাষ্ট্রের মোট ১৪টি অঙ্গরাজ্যেও ওপর পড়বে এ ছায়া। অর্থাৎ এসব জায়গা থেকে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে।

//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি