ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

দুবলার চরে মৎস আহরণে যাচেছন জেলেরা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪২, ৪ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৩:২১, ৪ নভেম্বর ২০১৮

দুবলার চরে মৎস্য আহরণ ও শুটকি প্রক্রিয়াকরণ মৌসুমকে সামনে রেখে সাগরে যাত্রা শুরু করেছে জেলেরা। প্রায় ৬ মাস দুর্গম চরাঞ্চলে থেকে সমুদ্রে মাছ আহরণ ও শুটকি প্রস্তুত করবেন তারা। জেলেদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে কোস্ট গার্ড।

প্রতি বছর অক্টোবর মাস থেকে সাগরে যাত্রা শুরু হয় জেলেদের। উপকূলীয় দুর্গম চরাঞ্চলে থাকতে হয় প্রায় ছয় মাস।

দুবলার মেহের আলী, আলোর কোল, নারিকেল বাড়িয়াসহ দুর্গম ১৫টি চরাঞ্চলে শুটকি প্রক্রিয়া করতে অস্থায়ী বসতি গড়েন তারা। এরপর সমুদ্রে মাছ আহরণ ও তা রোদে শুকিয়ে শুটকি প্রক্রিয়াজাত করা হয়। জেলেরা জানান, জীবিকার প্রয়োজনে প্রাকৃতিক দুর্যোগ ও জলদস্যুদের ভয় উপেক্ষা করেই সমুদ্রে নামতে হয় ।

তবে জেলেদের নিরাপত্তায় ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী।

চলতি মৌসুমে দুবলার চরে ১ হাজার ২৫টি জেলে ঘর ও জেলে-মহাজনদের জন্য ৪৮টি ডিপো ঘরের অনুমোদন দিয়েছে বনবিভাগ।

আগামী মার্চ মাস পর্যন্ত দুবলায় মাছ আহরণ ও শুটকি প্রক্রিয়াজাত করবেন জেলেরা।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি