দুবলার চরে ৩ কোটি ৮৫ লাখ টাকা রাজস্ব আদায়
প্রকাশিত : ১০:১৬, ২৯ মার্চ ২০২২
সুন্দরবনের দুবলার চরের শুটকি মৌসুম শেষ হয়েছে। বনবিভাগের বেঁধে দেয়া সময়সীমা অনুযায়ী ৩১ মার্চের মধ্যে জেলেদের দুবলা ছাড়তে হবে। তাই টানা ৫ মাসের শুটকি মৌসুম পার করে এখন বাড়ি-ঘরে ফিরছেন তারা। এদিকে শুটকি থেকে এবার বনবিভাগের লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব হয়েছে।
জেলেরা যে যার মতনই করেই ফিরছেন লোকালয়ে। তাদের ফেরা ও নিরাপত্তায় সুন্দরবনের বিভিন্ন নদী-খালে চেক পোস্ট বসিয়েছে কোস্ট গার্ড, র্যাব, পুলিশ ও বনবিভাগ।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, এ মৌসুমে দুবলার শুটকি থেকে রাজস্ব আদায়ের টার্গেট ৩ কোটি ২০ লাখ টাকা থাকলেও তার চেয়ে বেশি আয় হয়েছে। এবার রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৭ হাজার ১৯৮ টাকা।
তিনি আরও বলেন, সদ্য শেষ হওয়া মৌসুমে বড় ধরণের ঝড়-জলোচ্ছ্বাস না হওয়ায় এবং দস্যুমুক্ত সুন্দরবন থাকায় বিগত দিনের লোকসান কাটিয়ে কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পেরেছেন জেলেরা।
অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগর পাড়ের দুবলা, আলোরকোল, মেহেরআলী চরসহ আশপাশের ৮-১০টি চরে ১০ হাজারেরও বেশি জেলে সমবেত হয়ে অস্থায়ী বসতি গড়ে তোলেন।
এ সময় জুড়ে গভীর সাগর থেকে বিভিন্ন প্রজাতির মাছ আহরণ ও বাছাই করে শুটকি প্রক্রিয়াজাতকরণের কাজ করে থাকেন জেলেরা। আর এ খাত থেকে প্রতিবছর গড়ে ৩ কোটি টাকার বেশি রাজস্ব আয় করে থাকে বনবিভাগ।
এএইচ/
আরও পড়ুন