ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

দুবাইতে গাড়ী বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ০৮:৫৪, ৮ জুলাই ২০২৪

দুবাইতে গাড়ি বিস্ফোরণে ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার পাঁচ প্রবাসী নিহত হয়েছেন। তারা দুবাইয়ের আজমান প্রদেশে একই জায়গায় কাজ করতেন।

রোববার (৭ জুলাই) বাংলাদেশ সময় সকাল সাড়ে দশটার দিকে কাজে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের মধ্যে নবাবগঞ্জের জয়কৃষ্ণপুর ইউনিয়নের বালেঙ্গা গ্রামের চারজন ও দোহার উপজেলার দোহার বাজার এলাকার একজন। ওইদিন সকালে এই পাঁচজন একই গাড়িতে করে কাজের স্থানে যাচ্ছিলেন। গাড়িটি বিস্ফোরণ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

তারা হলেন নবাবগঞ্জের বালেঙ্গা গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. রানা (৩০), আব্দুল হাকিমের ছেলে মো. রাশেদ (৩২), শেখ ইরশাদের ছেলে মো. রাজু (২৪), শেখ ইব্রাহীমের ছেলে ইবাদুল ইসলাম (৩৪) এবং দোহার বাজার এলাকার মো. মঞ্জুর ছেলে মো. হিরা মিয়া (২২)। 

জানা যায়, তারা একই জায়গায় কাজ করতেন। দুবাই সময় সকাল সাড়ে সাতটায় কাজের উদ্দেশ্যে বের হয়ে শহর থেকে আজমান প্রদেশে যাচ্ছিলেন। এ সময় রাস্তায় গাড়িটি বিস্ফোরিত হয়ে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। 

বাংলাদেশ সময় তিনটার দিকে নিহতের স্বজনরা দুর্ঘটনার খবর জানতে পারেন। 

নিহত রানার মা রৌশনারা রুসি ও নয়াবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান মো. তৈয়বুর রহমান তরুণ ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, দুবাইতে অবস্থানরত এলাকার প্রবাসীরা বিষয়টি তাদের জানিয়েছে।

এঘটনায় ওই এলাকায় হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়েছে। নিহতের স্বজনরা সকলেই যেন বাকরুদ্ধ। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি