ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবাইয়ের ক্রীড়া দূত হলেন সানিয়া মির্জা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৪, ২৩ নভেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জাকে স্পোর্টস অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা দিয়েছে দুবাই স্পোর্টস কাউন্সিল। এই অবিশ্বাস্য সুযোগের জন্য দুবাই স্পোর্টস কাউন্সিলকে ধন্যবাদ জানিয়েছেন সানিয়া।

মিউজিয়াম অফ দ্য ফিউচার অনুষ্ঠানে ‘দুবাই স্পোর্টস রিট্রিট’ এ ঘোষণা দেয়।

টেনিসে বিশ্বব্যাপীই খ্যাতি কুড়িয়েছেন সানিয়া। ভারতের হয়ে ছয়বার গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বাদ পেয়েছেন। মহিলা ডাবলসেও এক সময় নাম্বার ওয়ানে ছিলেন সানিয়া। 

তাকে এবার নিজেদের স্পোর্টসের প্রচারণার স্বার্থে অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে দুবাই।

দুবাই স্পোর্টস কাউন্সিলের কাছ থেকে এমন দায়িত্ব পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছেন সানিয়া। খুশির এই সংবাদটি নিজের ইনস্টাগ্রাম অনুসারীদের সঙ্গেও ভাগ করে নিয়েছেন ভারতীয় এই কিংবদন্তি।

অনুসারীদের উদ্দেশ্য সানিয়া লিখেছেন, ‘দুবাইয়ের ক্রীড়া দূত হতে পেরে আমি সম্মানিত এবং কৃতজ্ঞ! দুবাই স্পোর্টস কাউন্সিলকে এই অবিশ্বাস্য সুযোগের জন্য ধন্যবাদ।’

খেলাধুলার উৎকর্ষতা বৃদ্ধি, প্রচার এবং স্বাস্থ্যকর জীবনধারা নিয়ে দুবাইয়ের দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে সানিয়াকে নিয়োগ দেওয়া হয়েছে। বিশেষ এই ইভেন্টে ইউএফসি চ্যাম্পিয়ন খাবিব নুরমাগোমেদভ এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হরভজন সিংসহ বেশ কয়েকজন ক্রীড়া ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয় দুবাই স্পোর্টস কাউন্সিল। এরপর থেকে খেলাধুলার কেন্দ্র হিসাবে সংযুক্ত আরব আমিরাতের রাজধানীর খ্যাতিকে শক্তিশালী করা, স্থানীয় স্পোর্টস ক্লাবগুলির তত্ত্বাবধান করা এবং বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শারীরিক ক্রিয়াকলাপের প্রচার করে আসছে প্রতিষ্ঠানটি। 

সেই প্রচারণায় যুবকদের অনুপ্রাণিত করতেই সানিয়ার মতো কিংবদন্তির খ্যাতিকে কাজে লাগাতে চায় দুবাই স্পোর্টস কাউন্সিল।

এক বিবৃতিতে, দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম বলেন, ‘ইভেন্টে আলোচনা করা এবং অন্তর্দৃষ্টিগুলো খেলাধুলার জন্য একটি উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে, আমাদের ক্লাবগুলোর অর্জনকে উন্নত করতে এবং স্থানীয় প্রতিভাকে লালন করতে সাহায্য করবে।’

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি