দুবাইয়ের টর্চ টাওয়ারে ফের আগুন
প্রকাশিত : ১০:৩২, ৪ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:২৯, ৪ আগস্ট ২০১৭
দুবাইয়ের চর্ট টাওয়ারে লাগা ভয়াবহ আগুন। ছবি : আলজাজিরা
সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে ৭৯ তলা আবাসিক ভবন টর্চ টাওয়ারে দুই বছরের ব্যবধানে আবারও বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে। ভবনের বাসিন্দাদের দ্রুত বাইরে বের করে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। কয়েক ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় দমকল বাহিনী। খবর বিবিসি ও আলজাজিরার।
গণমাধ্যমের খবরে বলা হয়, দুবাইয়ের মেরিনা এলাকায় শুক্রবার প্রথম প্রহরে ১১০৫ ফুট উঁচু ওই ভবনে আগুন লাগার পর অগ্নি নির্বাপক বাহিনীর কর্মীরা ভোর ৪টার দিকে তা নিয়ন্ত্রণে আনেন।
দুবাই সিভিল ডিফেন্স জানিয়েছে, আগুন লাগার পরপরই ওই ভবনের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছিল। হতাহতের কোনো খবর তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
বিশ্বের সবচেয়ে উঁচু আবাসিক ভবনগুলোর অন্যতম এই টর্চ টাওয়ারে কীভাবে আগুনের সূত্রপাত হল, কর্তৃপক্ষ তা জানাতে পারেনি।
সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ছবিতে দেখা যায়, আগুনের শিখা ভবনজুড়ে ছড়িয়ে পড়েছে এবং ধ্বংসাবশেষ নিচে পড়ছে।
বিবিসি জানিয়েছে, ২০১১ সালে চালু হওয়া এ ভবনে ৬৭৬টি অ্যাপার্টমেন্ট রয়েছে। দুই বেডরুমের এক একটি ফ্ল্যাটের দাম পাঁচ লাখ ডলারের বেশি।
এর আগে ২০১৫ সালে আগুন লেগে টর্চ টাওয়ারের ৫১ তলা থেকে ওপরের ২০টি তলা ক্ষতিগ্রস্ত হয়।
//এআর
আরও পড়ুন