ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নানা সমস্যা (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৪, ৩০ সেপ্টেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

মাত্র দুইজন চিকিৎসক দিয়ে চলছে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কার্যক্রম। দীর্ঘদিন ধরে নেই অ্যাম্বুলেন্স; অকেজো এক্স-রে মেশিন। ফলে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে, সমস্যা সমাধানে কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন।

সীমান্তবর্তী জেলা নেত্রকোনার দুর্গাপুরে গারো, হাজংসহ বিভিন্ন সম্প্রদায়ের প্রায় আড়াই লাখ মানুষের বাস। অসুস্থতায় তাদের একমাত্র ভরসা ৫০ শয্যার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

কিন্তু, এই হাসপাতালে ১৭ জন চিকিৎসকের বিপরীতে আছেন মাত্র দুইজন। নার্স ও অন্যান্য লোকবল সংকট ছাড়াও দীর্ঘদিন ধরে নেই অ্যাম্বুলেন্স। ১৬ বছর ধরে মেশিন নষ্ট থাকায় বেশি টাকা দিয়ে বাইরে থেকে এক্স-রে করাতে হয় রোগীদের। রয়েছে হাসপাতালে ওষুধ না পাওয়ার অভিযোগও।

জনবল সংকটসহ নানা সমস্যায় সেবা ব্যাহত হওয়ার কথা বললেন চিকিৎসকরা।

এক্স-রে মেশিন, অ্যাম্বুলেন্স ও ডাক্তার নিয়োগের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আবেদন করা হয়েছে বলে জানালেন জেলা সিভিল সার্জন।

জনদুর্ভোগ লাঘবে শিগগিরই কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা দুর্গাপুরবাসীর।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি