ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে চলছে প্রতিমা তৈরীর কাজ

প্রকাশিত : ০৯:১৩, ২৭ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫০, ২৮ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

সনাতন ধর্মাবম্বলীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষ্যে দেশজুড়ে মন্দির ও মন্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরীর কাজ। অসাম্প্রদায়িক চেতনা, আর শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আশাবাদী আয়োজকরা। সার্বজনীন এ উৎসবকে নির্বিঘœ করতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নিপুণ হাতের ছোঁয়ায় ফুটিয়ে তোলা হচ্ছে দুর্গতিনাশিনীর শক্তির নানা প্রতিচ্ছবি। রাজবাড়ীর প্রায় সবকটি মন্ডপের চিত্রই এখন এটি। জেলার সবচেয়ে বড় পূজা মন্ডপ, রাধা গোবিন্দ জিওর মন্দিরে প্রস্তুত করা হচ্ছে সবচেয়ে বড় প্রতিমা। ফুটিয়ে তোলা হয়েছে স্বর্গের দেবির মর্ত্যরে রূপ। সার্বজনীন উৎসবে অসাম্প্রদায়িকতার চেতনা ছড়িয়ে দিয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনে আশাবাদী আয়োজকরা। অন্যবারের তুলনায় এবারের পুজায় মন্ডপগুলোতে নিরাপত্তা ব্যাবস্থা জোরদার করা হবে বলে জানিয়েছেন এই কর্মকর্তা। পাবনা জেলা শহরসহ নয়টি উপজেলার মন্দিরে মন্দিরে চলছে প্রতিমা তৈরীর কাজ। নিখুঁত প্রতিমা তেরীর চেষ্টা করছেন শিল্পীরা। পূজাকে নির্বিঘœ করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সব রকম প্রস্তুতি রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। সব আয়োজন শেষে মন্ডপে মন্ডপে কেবল মায়ের আগমনের অপেক্ষায় ভক্তরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি