ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দুর্ঘটনায় পড়লে অ্যাম্বুলেন্স ডেকে আনবে হেলমেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫২, ৩ জানুয়ারি ২০১৮ | আপডেট: ২৩:৩৪, ৩ জানুয়ারি ২০১৮

দুর্ঘটনা এড়াতে স্মার্ট হেলমেট বাজারে নিয়ে আসল পাকিস্তান। এই হেলমেটটি শুধু প্রাথমিকভাবে আরোহীকেই রক্ষা করবে না বরং দুর্ঘটনায় পড়লে নিজে থেকেই অ্যাম্বুল্যান্স ডেকে আনবে।

এই হেলমেটটি দেখতে বাকি পাঁচটা হেলমেটের মতো মনে হলেও কাজ করে অনেক বেশি। যাঁরা নতুন মোটরবাইক চালাচ্ছেন, তাঁদের জন্য এই স্মার্ট হেলমেট আদর্শ। এর পোশাকি নাম ‘হেলি’।

এতে রয়েছে স্পিকার, মাইক্রোফোন, ব্লুটুথ রিসিভার, জিপিএস ট্র্যাকার এবং একটি হার্ট রেট মনিটার। অর্থাৎ ফোন এলে আলাদা করে কানে যেমন মোবাইল ধরার প্রয়োজন নেই, তেমনই রাস্তা হারিয়ে ফেলার সমস্যাও নেই।

এখানেই শেষ নয়, হেলমেটের মাথায় লাগানো রয়েছে একটি ক্যামেরা এবং দুটি ইন্ডিকেটর। মানে এ হেলমেট মাথায় চাপালে রাস্তার দিক পরিবর্তনের সময় আলাদা করে ইন্ডিকেটর অন করারও দরকার হবে না। পাশাপাশি দুর্ঘটনায় পড়লে হেলির এসওএস মোডের মাধ্যমে সরাসরি ফোন চলে যাবে পরিবার এবং অ্যাম্বুল্যান্সে।

 

সূত্র: আনন্দবাজার

এম/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি