ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দুর্দান্ত খেলে এলচেকে হারাল রিয়াল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৬, ২০ অক্টোবর ২০২২

দাপুটে ফুটবল খেলে এলচেকে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগার শীর্ষ স্থান আরও মজবুত করলো  কার্লো আনচেলত্তির দল।

বুধবার রাতে এলচের মাঠে ৩-০ গোলে জিতেছে রিয়াল।

ফেদে ভালভেরদের নৈপুণ্যে এগিয়ে যাওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন বেনজেমা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন মার্কো আসেনসিও।

ম্যাচের ৬ মিনিটেই প্রতিপক্ষের জালে বল পাঠান দুদিন আগে বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার ব্যালন ডি’অর জয়ী বেনজেমা। তবে, ভিএআরে অফসাইডের সিদ্ধান্তে সে যাত্রায় থেমে যায় তাদের উল্লাস। 

পাঁচ মিনিট পরেই এগিয়ে যায় রিয়াল। ভিনিসিউস জুনিয়রের শটে বল প্রতিপক্ষের একজনের গায়ে লেগে চলে যায় ভালভেরদের কাছে। নিয়ন্ত্রণে নিয়েই জোরাল শটে গোলটি করেন উরুগুয়ের এই মিডফিল্ডার।

২৬তম মিনিটে বেনজেমার সঙ্গে ওয়ান-টু খেলে লক্ষ্যভেদ করেন ডাভিড আলাবা। তবে ভিএআর-এর সাহায্যে কিঞ্চিৎ ব্যবধানে অফসাইডের বাশি বাজান রেফারি।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটে ম্যাচে নিজেদের দ্বিতীয় সেরা সুযোগটি পায় এলচে। তবে বক্সে ফাঁকায় পাস পেয়ে উড়িয়ে মারেন লুকাস বোয়ে। 

৬০তম মিনিটে আবারও জালে বল পাঠান বেনজেমা। আবারও ভিএআরে ধরা পড়ে অফসাইড। অবশেষে ৭৫তম মিনিটে গিয়ে গোল পান বেনজেমা। রদ্রিগোর পাস থেকে বল পেয়ে নিখুঁত শটে গোলরক্ষককে পরাস্ত করেন ফরাসি তারকা।
 
এ নিয়ে টানা দ্বিতীয় ম্যাচে জালের দেখা পেলেন বেনজেমা। 

নির্ধারিত সময় শেষের আগের মিনিটে গোল করেন বদলি নামা আসেনসিও। বাঁ দিক থেকে রদ্রিগোর উঁচু করে বাড়ানো বল ভলিতে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ মিডফিল্ডার।

১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে রিয়ালের পয়েন্ট ২৮। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬ পয়েন্ট কম নিয়ে আছে দুইয়ে।

আগামী রোববার সেভিয়ার মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়নরা।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি