ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

দুর্দান্ত রংপুরের জয়রথ থামিয়ে দিল দুর্বার রাজশাহী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২৩ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ফর্মে রংপুর রাইডার্স। প্রথম আট ম্যাচেই জয় তুলে নিয়ে সবার আগে প্লে অফে জায়গা করে নিয়েছে রাইডার্সরা। তবে, নুরুল হাসান সোহানের সেই জয়রথ থামিয়ে দিয়েছে দুর্বার রাজশাহী। আর এর মধ্য দিয়ে প্লে অফের দৌড়ে এগিয়ে গেল দুর্বার রাজশাহী। রংপুরের বিপক্ষে ২৪ রানের জয় পেয়েছে রাজশাহী।

বিপিএলে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দিনের প্রথম ম্যাচে রাজশাহীর দেয়া ১৭১ রান তাড়া করতে  নেমে ১৯.২ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৪৬ রানে থামে রংপুর।

রাজশাহীর পক্ষে ২২ রান খরচায় সর্বোচ্চ ৪ উইকেট নেন রায়ান বার্ল। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ ও এসএম মেহেরব।
 
রান তাড়ায় নেমে ১৫ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। স্টিভেন টেইলর ১০ বলে ৪, ইরফান শুক্কুর ও ইফতিখার আহমেদ ০ রানে আউট হন। চতুর্থ উইকেটে খুলদিল শাহকে নিয়ে হাল ধরেন সাইফ হাসান। তবে যোগ্য সঙ্গ দিতে পারেননি খুশদিল। ১৩ বলে ১৪ রান করে আউট হন তিনি। দলকে ৭৪ রানে পৌঁছে দিয়ে বিদায় নেন সাইফও।
 
২৯ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে দলকে লড়াইয়ে রাখেন তিনি। সাইফের বিদায়ের পর হাল ধরেন অধিনায়ক নুরুল হাসান সোহান। প্রথমে মেহেদী হাসান ও পরে মোহাম্মদ সাইফউদ্দিনকে নিয়ে দলকে জয়ের আশা দেখান তিনি। তবে দলকে ১২৬ রানে পৌঁছে দিয়ে তিনিও সাজঘরের পথ ধরেন। ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ধরা পড়ার আগে ২৬ বলে ৪ চার ও ২ ছক্কায় ৪১ রান করেন তিনি।
 
তখনও অবশ্য রংপুরের আশা টিকে ছিল সাইফউদ্দিনের ব্যাটে। এ পেস বোলিং অলরাউন্ডার চেষ্টা করেছেন, তবে সফল হতে পারেননি। ১৪ বলে ২ চার ও ১ ছক্কায় ২৩ রান করে ১৯তম ওভারে বিদায়ে নেন তিনি। তখনো জয়ের জন্য ৮ বলে ২৭ রান দরকার ছিল রংপুরের। তার বিদায়ের পর জয় এক প্রকার নিশ্চিত হয়ে যায় রাজশাহীর। শেষমেশ ১৯.২ ওভারে ১৪৬ রানে থামে রংপুরের ইনিংস।
 
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭০ রান তুলতে সক্ষম হয় রাজশাহী। ৩২ বলে ৬ ছক্কা ও ২ চারের মারে দলের হয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন ইয়াসির আলী। এছাড়া সাব্বির হোসেন ১৯ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৩৯, এনামুল হক ৩১ বলে ৩২ ও মোহাম্মদ হারিস ১২ বলে ১৯ রান করেন। বাকিদের কেউ অবশ্য দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। রংপুরের পক্ষে সমান ৩টি করে উইকেট নেন খুশদিল ও আকিফ জাভেদ।
 
এদিকে রংপুরকে হারিয়ে পয়েন্ট টেবিলের চারে উঠে আসলো রাজশাহী। ১০ ম্যাচে ৮ পয়েন্ট তাদের। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে পাঁচে ঢাকা ক্যাপিটালস। ৮ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ছয়ে খুলনা টাইগার্স। ৮ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সিলেট স্ট্রাইকার্স।
 
৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে প্লে অফ নিশ্চিত করেছে রংপুর। ৮ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে ফরচুন বরিশাল আর ৯ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে তিনে চিটাগং কিংস।

এমবি//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি