ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

দুর্বল গ্রানাডার কাছে পয়েন্ট হারাল বার্সেলোনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ৯ অক্টোবর ২০২৩

স্প্যানিশ লা লিগায় পয়েন্ট হারিয়েছে বার্সেলোনা। দুর্বল গ্রানাডার সাথে ২-২ গোলে ড্র করেছে কাতালান ক্লাবটি।

প্রতিপক্ষের মাঠে শুরুতেই পিছিয়ে পরে জার্ভি হার্নান্দেসের শিষ্যরা। ম্যাচের প্রথম মিনিটেই এগিয়ে যায় গ্রানাডা। একই ধারায় খেলে ২৯ মিনিটে আরও একটি গোল পায় স্বাগতিকরা। 

এরপর গোলে শোধে মরিয়া চেষ্টা চালিয়ে প্রথমার্ধের যোগকরা সময়ে জালের দেখা পায় বার্সেলোনা। ১৬ বছর বয়সী লামিন ইয়ামালের গোলে কিছুটা স্বস্তি নিয়ে বিরতিতে যায় কাতালান ক্লাবটি। 

দ্বিতীয়ার্ধের শেষের দিকে বার্সাকে সমতায় ফেরান সার্জিও রোবের্ত। 

বাকি সময়ে একের পর এক আক্রমণ করলেও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বার্সেলোনা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি