ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুর্বৃত্তের কোপে যুবলীগ নেতার কবজি বিচ্ছিন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:২২, ৩ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর ওয়ারী থানাধীন গোপীবাগে দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে আলমগীর হোসেন (৪৮) নামে এক যুবলীগ নেতার বাম হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (৩ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে গোপীবাগ বাজার সংলগ্ন রাস্তায় এই ঘটনা ঘটে।

গুরুতর আহত আলমগীর হোসেনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. বাচ্চু মিয়া জানান, আহত আলমগীর হোসেনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তার অবস্থা গুরুতর। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।

হামলার শিকার আলমগীর হোসেন ৩৯নং ওয়ার্ড যুবলীগের সিনিয়র সহ-সভাপতি। তিনি ওয়ারীর আরকে মিশন রোডে বসবাস করেন।

আহত আলমগীর হোসেন জানান, এশার নামাজ পড়ার জন্য তিনি বাসা থেকে বের হয়ে পায়ে হেঁটে গোপীবাগ পাচানি পুকুর জামে মসজিদে যাচ্ছিলেন। পথে বাজারের বিপরীত পাশের রাস্তায় অন্ধকারের মধ্যে বসে থাকা দুই যুবক তাকে দেখেই ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকে। বাম হাত দিয়ে সেই আঘাত ফেরাতে গেলে তার হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। এর পরপরই তারা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া ভাগ্নে মো. হাবিব জানান, রাত সোয়া ৮টার দিকে খবর পেয়ে আলমগীর হোসেনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে কারা তাকে এভাবে আঘাত করেছে ,তা জানাতে পারেননি তিনি।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি