ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

দুর্যোগকালীন সময়ে কর্মকর্তাদের দেশের বাইরে থাকা সরকারের ব্যর্থতা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৭, ২৭ এপ্রিল ২০১৭ | আপডেট: ২০:৩৬, ২৭ এপ্রিল ২০১৭

দুর্যোগকালীন সময়ে হাওর সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেশের বাইরে থাকাকে সরকারের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর প্রধানমন্ত্রী হাওর অঞ্চল পরিদর্শনের কারণে বিএনপির ত্রাণ সরবরাহে বাধা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রহুল কবির রিজভী। বিভিন্ন কমর্সূচিতে এ’সব বলেন বিএনপি নেতারা।
রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির আইন বিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়াকে দুপুরে দেখতে যান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। অকাল বন্যার সময় হাওর অধিদপ্তরের কর্মকর্তাদের বিদেশে থাকা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এর মধ্য দিয়ে রাষ্ট্রের দায়িত্বহীনতা প্রকাশ পেয়েছে।
বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, হাওরাঞ্চলে দুর্গতদের সাহায্য করতে বাধা দিচ্ছে সরকার।
এদিকে, শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীতে সমাবেশের অনুমতি চাইতে পুলিশ কমিশনারের কার্যালয়ে যায় বিএনপির প্রতিনিধি দল। তাদের প্রত্যাশা, মে দিবসে সমাবেশের অনুমতি মিলবে।

 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি