দুর্লভ মূর্তি জড়িয়ে বসেছিল বিষধর সাপ!
প্রকাশিত : ১২:২৬, ২১ এপ্রিল ২০১৮ | আপডেট: ১২:৩২, ২১ এপ্রিল ২০১৮
ভারতের মহারাষ্ট্রের বিড জেলায় অম্বেজোগইয়ে একটি রাস্তার খননের কাজ চলছিল৷ রাস্তা খুঁড়তে গিয়ে হঠাৎ চমকে গেলেন শ্রমিকরা। রাস্তা খুঁড়তে গিয়ে বেরিয়ে এল একটি দুর্লভ মূর্তি৷ আর মূর্তিটিকে জড়িয়ে বসেছিল একটি বিষধর সাপ৷
প্রাচীন মূর্তি পাওয়া ও মূর্তির গায়ে তিন ঘণ্টা সাপ জড়িয়ে ছিল এ ঘটনার খবর ছড়াতে দেরি হয়নি৷ মূর্তির সঙ্গে জড়িয়ে রয়েছে বিষধর সাপ এই খবর ছড়াতেই এলাকায় মানুষ এমনকি অন্য গ্রামের মানুষও ছুটে আসেন মূর্তি দেখতে।
ডেকান কলেজের অধ্যাপক ও পুরাতত্ববিদ ড. শিন্দে জানিয়েছেন, মূর্তিটি প্রাচীন সূর্য দেবতার৷ এই ধরণের মূর্তি ১১ শতাব্দীর৷ যাদব সাম্রাজ্যের সময়কালের মূর্তি এটি৷ সেসময়ের মূর্তি গুলি এরকম হত৷
ইতিহাসবিদরা বলছেন, সম্ভবত ১১ই শতাব্দীতে এই এলাকায় যাদব সম্প্রদায়ের মানুষ বাস করতেন। এর আগেও এই এলাকায় এরকম বেশ কয়েকটি মূর্তি পাওয়া গিয়েছে৷
তবে দেড় ফুটের মূর্তির মাত্র অর্ধেক অংশ পাওয়া গেছে। বাকি অর্ধেক এখনও পাওয়া যায়নি৷ বাকি অর্ধেক অংশকে খুঁজতে এখনও প্রচেষ্টা চালানো হচ্ছে৷
মূর্তিটি দেখতে উপচে পড়া ভিড় দেখা গেছে এলাকায়৷ তারা রীতিমত পূজাও শুরু করে দিয়েছেন।
আর