ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

দুষ্টুমিতে মেতে উঠলেন মাশরাফি, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:১৭, ১৭ অক্টোবর ২০১৮

তিনি সেরা অধিনায়ক। অনেক বেশি রসিক। খুব বেশি আন্তরিক। তাইতো দুষ্টুমিতে মেতে উঠলেন টিম টাইগারদের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

সম্প্রতি প্রকাশ পাওয়া তার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যে ভিডিওতে দেখা গেছে, মাঠ ছেড়ে দর্শকদের সঙ্গে দুষ্টুমিতে মেতে ওঠেন এই অলরাউন্ডার।

ভাইরাল হওয়া ওই ভিডিওতে আরও দেখা যায়- ‘মাঠে অনুশীলন করছেন মুশফিক-রিয়াদরা। মাঠের এক পাশে দাঁড়িয়ে যা দেখছিলেন কয়েকজন দর্শক। এ সময় পেছন থেকে দর্শকদের গায়ে ঢিল ছুড়ছিলেন মাশরাফি। তবে পেছন থেকে লুকিয়ে লুকিয়ে।

পেছনে একটি ঝোপ থেকে একটু পর পর উকি দিয়ে ঢিলা ছুড়ে আবার লুকিয়ে যান তিনি।

শেরেবাংলা স্টেডিয়ামে এভাবেই দুষ্টুমিতে মেতে ওঠেন ক্যাপ্টেন মাশরাফি।

ভিডিওতে আরও দেখা গেছে, দর্শকদের সঙ্গে রেলিংয়ের ওপর ভর দিয়ে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরাও অনুশীলন দেখছিলেন। তাদের একজনকেই পেছন থেকে ঝোপের আড়াল থেকে লুকিয়ে ঢিল ছুড়ছিলেন মাশরাফি। পরে অবশ্য তাকে দেখে ফেলেন তারা। এরপর মাশরাফি মাঠে চলে যান।

ভিডিও লিংক

https://www.facebook.com/Bangladesh.Beauty.2018/videos/280551075923074/

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি