ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুস্থদের মধ্যে ঈদের পোশাক বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৬, ২২ জুন ২০১৭ | আপডেট: ১৭:০২, ২৯ জুন ২০১৭

Ekushey Television Ltd.

বেসরকারি রেডিও ঢাকা এফএম ৯০ দশমিক ৪ ও ক্লেমন এর উদ্যোগে বঞ্চিত শিশু এবং দুস্থদের মধ্যে ঈদের পোশাক বিতরণ করা হয়েছে।
সকালে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে ঈদ উপলক্ষে নতুন পোশাক বিতরণ করেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার আছাদুজ্জামান মিয়া। এছাড়া উপস্থিত ছিলেন, আকিজ ফুড এন্ড বেভারেজের সিনিয়র ব্রান্ড এক্সিকিউটিভ আব্দুল আজিজ এবং জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় তাকসিম আহমেদসহ অন্যরা। ক্লেমন ভালোবাসার বাংলাদেশ অনুষ্ঠান কর্তৃপক্ষ সারাদেশ থেকে পাঁচ হাজার নতুন কাপড় সংগ্রহ করে দুস্থদের মধ্যে বিতরণ করেছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি