ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুস্থদের মুখে খাবার তুলে দিতে ব্যতিক্রমী উদ্যোগ [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৭ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

খুলনায় বিভিন্ন অনুষ্ঠানে বেঁচে যাওয়া বাড়তি খাবার অসহায়, দুস্থ মানুষের মুখে তুলে দিতে কাজ করছে একদল তরুণ-তরুণী। দিনে-রাতে যে কোনো সময় তাদের হটলাইনে ফোন দিলেই স্বেচ্ছাসেবকরা পৌঁছে যায় নির্দিষ্ট স্থানে। নিজেরাই প্যাকেট করে খাবার পৌঁছে দেয় অসহায় মানুষের মাঝে।

মহানগরী খুলনার ৪১ জন উদ্যোমী তরুণ-তরুণীর স্বপ্ন ক্ষুধা ও দারিদ্র মুক্ত দেশ। সেই ব্রত থেকে অসহায়, দুস্থ মানুষের মুখে খাবার তুলে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে তারা।

এ’সব তরুণ-তরুণীর উদ্যোগে গড়ে উঠেছে খুলনা ফুড ব্যাংক। ২০১৭ সালের আগস্টে যাত্রা শুরু করে সংগঠনটি।

কোথাও বাড়তি খাবারের সন্ধান পেলে দু’টি গ্রুপে ভাগ হয়ে যায় সংগঠনের সদস্যরা। একটি গ্রুপের কাজ খাবার সংগ্রহ করে তা নির্দিষ্ট স্থানে পৌঁছে দেওয়া। অন্য গ্রুপের কাজ বাস টার্মিনাল, রেলস্টেশন, লঞ্চঘাটসহ বিভিন্ন জায়গায় বিতরণ করা।

খাবার সংগ্রহের জন্য তারা বেছে নেয় ফেইসবুক পেইজ আর হটলাইন।

তবে খাবারের প্যাকেট কেনা, যাতায়াতসহ আনুষঙ্গিক খরচ মেটাতে তাদের প্রয়োজন আর্থিক সহযোগিতা।

দুস্থদের মুখে হাসি ফোটাতে সব শ্রেণিপেশার মানুষ এগিয়ে আসবে- এমন প্রত্যাশা খুলনা ফুড ব্যাংকের সদস্যদের।

 

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি