ঢাকা, রবিবার   ০৫ জানুয়ারি ২০২৫

দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ি বাজারে আনল নিসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৪, ৬ সেপ্টেম্বর ২০১৭ | আপডেট: ১৬:১৯, ৮ সেপ্টেম্বর ২০১৭

১৯৯৭ সাল থেকে জাপানী গাড়ি প্রস্তুতকারী কোম্পানি নিসান বাজারে নিয়ে এসেছে দূরপাল্লার বৈদ্যুতিক গাড়ি। এটি বর্তমানে প্রচলিত অন্যান্য গড়ির সঙ্গে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে।

নতুন মডেলের এই গড়িটি এক চার্জেই ১৫০ মাইল যেতে সক্ষম। এটির আগের মডেলের চেয়ে ৪০ মাইল বেশি অতিক্রম করতে সক্ষম। অত্যাধুনিক নকশা ও স্বশাসিত ড্রাইভিং প্রযুক্তিও এর সঙ্গে যুক্ত করা হয়েছে । দ্রæত উন্নয়নশীল সবুজ গাড়ি মার্কেটের সঙ্গে ক্রমবর্ধমান প্রতিযোগিতার মুখোমুখি হচ্ছে লিফ নামক বেস্ট সেলিং এই  বৈদ্যুতিক গাড়িটি। নতুন লিফ গাড়িটিতে রয়েছে ৪০ কিলোওয়াট ঘন্টা ক্ষমতা সম্পন্ন ব্যাটারি। সূত্র : বিবিসি।

//এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি