ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দূরে থাকুন ৬টি অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ১০ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

প্রযুক্তির উন্নতি ও সুরক্ষা যত বেড়েছে, ঠিক ততটাই প্রযুক্তি সম্পর্কে জ্ঞান আহরণ করছে হ্যাকাররা। হালকা তো বটেই শক্ত সুরক্ষা বলয়কেও ভাঙতে পারদর্শী হয়ে উঠছে তারা দিনে দিনে। আপনি কিছু বুঝে ওঠার আগে মুহূর্তেই ফাঁকা হয়ে যেতে পারে আপনার অ্যাকাউন্ট! 

সাধারণত হ্যাকাররা এক্ষেত্রে হাতিয়ার করে বিভিন্ন অ্যাপকে। স্মার্টফোনে ম্যালওয়্যার প্রবেশ করিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয় হ্যাকাররা।  এ জন্য সর্তক থাকতে হবে বেশ কিছু অ্যাপ থেকে। 

অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হোক বা আইফোন, কোনও নতুন অ্যাপ ইনস্টল করার ক্ষেত্রে ব্যবহারকারীরা সাধারণত ঢুঁ মারেন গুগল প্লে স্টোর ও অ্যাপেল স্টোরে। কিন্তু অনেক সময়ই অ্যাপটির বিষয়ে বিস্তারিত না জেনেই তা ডাউনলোড করে থাকেন অনেকে। আর তখনই ঘটে বিপদ। 

স্টোর ও অ্যাপেল স্টোরে এমন অনেক অ্যাপ আছে, যার আড়ালে ঘাপটি মেরে বসে থাকে ম্যালওয়্যার। এবার অ্যাপ স্টোরে অ্যান্টি-ভাইরাস অ্যাপের ছদ্মবেশে ভিড় জমিয়েছে কিছু অ্যাপ। যার মাধ্যমে ম্যালওয়্যার ঢুকে পড়বে আপনার স্মার্টফোনে। একটি গবেষণা সংস্থা, চেক পয়েন্ট রিসার্চ এমনই ছ’টি অ্যান্ড্রয়েড অ্যাপের খোঁজ পেয়েছে বলে জানিয়েছে।

ছ’য়টি অ্যাপ কী কী-

অ্যাটম ক্লি-বুস্টার, অ্যান্টিভাইরাস-অ্যান্টিভাইরাস, সুপার ক্লিনার, আলফা অ্যান্টিভাইরাস, ক্লিনার- পাওয়ারফুল ক্লিনার-অ্যান্টিভাইরাস এবং সেন্টার সিকিউরিটি- অ্যান্টিভাইরাস অ্যাপের জোড়া ভার্সান।  এর এই অ্যাপগুলো আসলে এক-একটি ব্যাংকিং ম্যালওয়্যার। অ্যান্টি-ভাইরাস সলিউশনের নামে এগুলো আসলে স্মার্টফোনে ম্যালওয়্যার ছড়িয়ে দেয়। এর আরেকটি নাম নাম শার্কবোট। 
গবেষণা সংস্থাটি জানাচ্ছে, এই শার্কবোট অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ব্যাংক সংক্রান্ত সমস্ত তথ্য হাতিয়ে নিতে সক্ষম।

এ বিষয়ে আরও জানলে আতঙ্কিত হবেন, এই শার্কবোটের ফিচারগুলো অত্যন্ত শক্তিশালী। অনেক হিসাব-নিকাশ করে বাছাই করা ব্যবহারকারীদেরই টার্গেট করে। জিওফেন্সিং ফিচারের মাধ্যমে চীন, ভারত, রোমানিয়া, রাশিয়া, ইউক্রেন, বেলারুশের মতো দেশের ব্যবহারকারীদের এড়িয়ে চলে এই ম্যালওয়্যার। তবে তাদের টার্গেটের তালিকা অজানা। তাই সাবধান থাকাই বুদ্ধিমানের কাজ। 
আর ফোনে না ব্যবহার করলেই রক্ষা পাবে ব্যবহারকারীর গোপন তথ্য। 

সূত্রঃ সংবাদ প্রতিদিন

আরএমএ

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি