দূষণ ঠেকাতে বিদ্যুৎচালিত বাস নামানোর পরিকল্পনা (ভিডিও)
প্রকাশিত : ১২:১৬, ১৮ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১২:১৮, ১৮ সেপ্টেম্বর ২০২২
পরিবেশ দূষণ ঠেকাতে রাজধানীতে বিদ্যুৎচালিত বাস নামানোর পরিকল্পনা করছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। প্রথম দফায় চলাচল করবে ৫০টি বাস। আর বাসস্টপ হবে মেট্রোরেলের নিচেই। প্রাথমিকভাবে সফল হলে ঢাকার সব রাস্তায় বিদ্যুৎচালিত বাস চলবে বলে জানান উত্তর সিটি মেয়র।
পরিবেশের দূষণ রোধে সারাবিশ্বে এখন বিদ্যুৎচালিত বাসের ব্যবহার দিন দিন বাড়ছে। উন্নত বিশ্বের শহরগুলো এই বাস ব্যবহার করায় পরিবেশ দূষণের মাত্রা কমিয়েছে।
শুধু দূষণের মাত্রা কমানো নয়, এই বাস রক্ষণাবেক্ষণে খরচও কম, আর জ্বালানি হিসেবে বিদ্যুৎ ব্যবহারের কারণে যাত্রীদের ভাড়াও লাগে কম।
রাজধানীতে বিদ্যুৎচালিত বাস নামাতে চায় ঢাকা উত্তর সিটি করপোরেশন। বিশ্বব্যাংকের আইসিএম প্রকল্পের অধীনে প্রথম দফায় ৫০টি বাস দিয়ে পরীক্ষামূলক চলাচল করবে। মেট্রোরেলের নিচেই হবে বাসস্টপেজ। সেখানেই থাকবে বাসের চার্জ দেওয়ার ব্যবস্থা।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, “ওয়াল্ডব্যাংকের প্রজেক্টে যে ১৫০ মিলিয়ন ডলার আছে তার মধ্যে ৫০টি ইলেক্টিক্যাল বাস ধরা আছে। এই ইলেক্টিক্যাল বাস দিয়ে বিশেষ করে মেট্রোরেলের নীচে যে বাস-বে হবে সেখানে একটি সার্কুলার বাস সার্ভিস চালু হবে।”
শিগগিরই উত্তর সিটির কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪-৫টি বিদ্যুৎচালিত বাস নামানো হবে। আর পরীক্ষামূলক চলাচল সফল হলে এসব বাস যুক্ত হবে গণপরিবহনে।
মেয়র আতিক বলেন, “আমাদের সিটি কর্পোরেশনের স্টাফদের বহনকারী যে বাসগুলো আছে সে বাসগুলোকে আগে ইলেক্টিক্যাল ভেহিক্যাল করা হবে।”
বিদ্যুৎচালিত বাস চলাচলের জন্য সরকার নীতিমালা করছে বলেও জানান উত্তর সিটি মেয়র।
এএইচ
আরও পড়ুন