ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দেখা মিলল পাপনের, ভিডিও ভাইরাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৫, ৬ জানুয়ারি ২০২৫

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট পালিয়ে যান স্বৈরাচার শেখ হাসিনা। তার পলায়নের সাথে সাথে স্বৈরাচারের দোসররাও আত্মগোপনে চলে যান। তাদের মধ্যে অন্যতম সাবেক বিসিবি সভাপতি পাপন। 

কোথায় রয়েছেন পাপন তার হদিস ছিল না এতোদিন। তবে একটি ভিডিওতে সাবেক এই বিসিবি বসকে দেখা গেছে।

এ সংক্রান্ত ১২ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। 

ভাইরাল ভিডিওতে দেখা গেছে, একটি সুপারশপে কেনাকাটা করছেন নাজমুল হাসান পাপন। এ সময় তার পাশে এক নারীকে দেখা গেছে। তবে সুপারশপটি কোথায় এবং তার সাথে থাকা নারীটি কে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। 

এর আগে লন্ডনের একটি বাঙালি রেস্টুরেন্টের  সিঁড়িতে সস্ত্রীক তাকে বসে থাকতে দেখা যায়।

প্রসঙ্গত, কিশোরগঞ্জ-৬ (ভৈরব) আসনে আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য হয়েছিলেন পাপন। পতিত সরকারের যুব ও ক্রীড়ামন্ত্রীর দায়িত্বে পালন করেছেন তিনি।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি