ঢাকা, সোমবার   ০৫ মে ২০২৫

দেবের পর এবার বিপাকে পড়লেন রুক্মিণী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২১, ২৩ মে ২০২৩

Ekushey Television Ltd.

বেশ কয়েকদিন আগে হ্যাক্‌ড হয় দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল। এ বার খানিকটা একই রকম ঘটনা ঘটন অভিনেত্রী রুক্মিণী মৈত্রের সঙ্গে। হ্যাক্‌ড হল অভিনেত্রী ফেসবুক পেজ।

রুক্মিণীর ফেসবুকে প্রায় ২০ লক্ষ ফলোয়ার রয়েছেন। অভিনেত্রী তার ফেসবুক মূলত অনুরাগীদের সঙ্গে যোগাযোগ ও ব্র্যান্ড কোলাবরেশনের ক্ষেত্রে ব্যবহার করেন। অভিনেত্রী শেষ পোস্ট করেন প্রায় মাস খানেক আগে। অভিনেত্রী তার মালদ্বীপ ভ্রমণের ছবি থেকে একটি ছবিকে বাছাই করেই প্রোফাইল পিকচার করেন। তবে সোমবার হঠাৎই অভিনেত্রীর প্রোফাইল থেকে একটি সম্প্রদায়ের ধর্মীয় নানা রিলস্ শেয়ার করা হয়। তাতেই অভিনেত্রী বুঝতে পারে হ্যাক্‌ড হয়েছে তার প্রোফাইল।

অভিনেত্রী নিজের ইনস্টাগ্রাম স্টোরি লেখেন, ‘‘আমার ফেসবুক পেজটি হ্যাক্‌ড হয়েছে। আমার সোশ্যাল মিডিয়া টিম গোটা বিষয়টি খতিয়ে দেখছে। আপনাদের কাছে কোনও ধরনের মেসেজ গেলে কোনও উত্তর দেবেন না, যতক্ষণ না আগামী কোন নোটিস দিচ্ছি।’’

দেবের প্রযোজনা সংস্থার ইউটিউব চ্যানেল হ্যাক্‌ড হওয়ার সময় বেশ কিছু স্ক্রিনশট ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে একটি ইউটিউব চ্যানেলের হোম পেজ। উপরের দিকে রয়েছে দেব এবং মিঠুনের ‘প্রজাপতি’ ছবির পোস্টার। কিন্তু একটু নীচের দিকে চোখ যেতেই বিপত্তি! সেখানে সফ্‌টঅয়্যার সম্পর্কিত একাধিক ভিডিযও চোখে পড়ছে। যদিও পেজটা বিনোদন মূলক একটি চ্যানেলের।

সূত্র: আনন্দবাজার

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি