ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

দেম্বেলের গোলে বার্সেলোনার জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৩, ৯ জানুয়ারি ২০২৩

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় উসমান দেম্বেলের একমাত্র গোলে অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে জয় পেয়েছে বার্সেলোনা। এই জয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করলো জাভির দল।

রোববার রাতে অ্যাতলেতিকো মাদ্রিদের মাঠ থেকে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে ফেরে বার্সেলোনা।

সিভিটাস মেট্রোপলিটানোয় শুরু থেকে জমে ওঠে খেলা। তবে শেষের কয়েক মিনিট দুই দলই খেলে ১০ জন নিয়ে। নিজেদের মধ্যে মারামারি করে লাল কার্ড দেখেন ফেররান তরেস ও স্তেফান সাভিচ।

ম্যাচের তৃতীয় মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা। ডি বক্সে বিপজ্জনক জায়গা থেকে আনসু ফাতির শট ব্লক করেন অ্যাতলেতিকো ডিফেন্ডার সাভিচ। এর তিন মিনিট পর গোলের জন্য প্রথম শট নেয় স্বাগতিকরা। পাবলো বারিওসের শট যায় বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন বরাবর।

তবে ম্যাচের ২২ মিনিটে সফল হয় বার্সেলোনা। গাভির বাড়ানো বল দারুণ দক্ষতায় জালে জড়ান ফরাসি উইঙ্গার উসমান দেম্বেলে। 

ঘরের মাঠে পিছিয়ে থেকে আক্রমণের ধার বাড়ায় অ্যাতলেটিকো। দ্বিতীয়ার্ধেও একই ধারায় চলে দুই দলের খেলা। 

৭৩তম মিনিটে জালে বল পাঠান তরেস। তবে এই বার্সেলোনা ফরোয়ার্ড নিজেই অফসাইডে থাকায় মেলেনি গোল।

মারামারি করে যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে লাল কার্ড দেখেন তরেস ও সাভিচ। 

বাকি সময়ে গোলের দেখা না পেলে প্রথমার্ধের লিডেই জয় নিশ্চিত হয় বার্সেলোনার। 

এ জয়ে ১৬ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষস্থান আরও মজবুত করলো বার্সেলোনা। ৩৮ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল মাদ্রিদ। ২৭ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে দিয়েগো সিমেওনের অ্যাতলেটিকো।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি