ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

দেম্বেলের নৈপুণ্যে বিলবাওয়ের জালে বার্সার ৪ গোলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ২৪ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:২১, ২৪ অক্টোবর ২০২২

একাদশে ফিরেই জাদুকরী পারফরম্যান্স উপহার দিলেন উসমান দেম্বেলে। প্রথমে নিজে করলেন গোল, পরে সতীর্থদের দিয়ে তিন গোলে অবদান রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন দেম্বেলে। এমন জয়ে লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়ালের সঙ্গে ব্যবধান কমিয়েছে বার্সা। 

রোববার রাতে কাম্প নউয়ে লা লিগার ম্যাচটি ৪-০ গোলে জিতেছে বার্সেলোনা। প্রথমার্ধে ১০ মিনিটের মধ্যে ৩ গোল করা কাতালান দলটি দ্বিতীয়ার্ধে পায় চতুর্থটি।

দলকে দেম্বেলে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান লেভানদোভস্কি, সের্হি রবের্তো ও ফেররান তরেস। এই তিন গোলেই অবদান রেখে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন দেম্বেলে।

চার জনের মাঝমাঠ নিয়ে বার্সাকে খেলতে দেখা যায় না খুব একটা। কোচ জাভি সেই কৌশলেই গিয়েছিলেন গত রাতে। অধিনায়ক সার্জিও বুসকেটস, পেদ্রি গনজালেস, পাবলো গাভি ও ফ্রেঙ্কি ডি ইয়ংকে নিয়ে সাজিয়েছিলেন মাঝমাঠ, যেন বিলবাওয়ের প্রতি আক্রমণ রুখে দেওয়া যায় শুরু থেকেই। 

তার ছাপটা খেলাতেও পড়েছে বেশ। গোল উৎসবের শুরু ১২ মিনিটে, প্রথমে বক্সের বাইরে থেকে দেম্বেলের বাঁ পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান গোলরক্ষক উনাই সিমোন। আলগা বল পেয়ে বাঁ দিক থেকে লেভানদোভস্কি ক্রস বাড়ান ছয় গজ বক্সের মুখে আর হেডে ঠিকানা খুঁজে নেন ফরাসি ফরোয়ার্ড। ১-০ গোলে এগিয়ে যায় বার্সা।

অষ্টাদশ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবের্তো। ডান দিক দিয়ে আক্রমণে উঠে দেম্বেলেকে বল বাড়িয়ে বক্সে ঢুকে পড়েন তিনি। সতীর্থের ফিরতি বল পেয়ে স্প্যানিশ ডিফেন্ডারের শট প্রতিপক্ষের ডিফেন্ডার ইনিগো মার্তিনেসের পায়ে লেগে জালে জড়ায়।

তিন মিনিট পরই স্কোরলাইন ৩-০ করেন লেভানদোভস্কি। ডান দিক দিয়ে এগিয়ে দেম্বেলে পাস দেন বক্সে, আর বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন আগের ম্যাচে জোড়া গোল করা পোলিশ তারকা।

২৬ মিনিটে খানিকটা দুশ্চিন্তা ভর করেছিল বার্সা শিবিরে। প্রতিপক্ষের বাধা পেয়ে আহত হন সদ্যই বর্ষসেরা উদীয়মান ফুটবলারের খেতাব জেতা গাভি। সঙ্গে সঙ্গে মাঠ ছাড়েন তিনি। 

তার প্রস্থানের ছাপটা যেন মাঠেও পড়ল, বিরতির আগে আর গোল পেল না জাভির দল। 

দ্বিতীয়ার্ধে পেল মোটে একটা। ৭৭তম মিনিটে দেম্বেলের পাস থেকেই ফেররান তরেস করলেন গোলটা। 

এর একটু পরই দেম্বেলেকে তুলে নেন শাভি। কাঁধে আঘাত পেয়ে ৮৬তম মিনিটে মাঠ ছাড়েন রবের্তো।

নির্ধারিত সময়ের এক মিনিট বাকি থাকতে বিলবাওকে গোল প্রায় উপহার দিতে বসেছিলেন টের স্টেগেন। তবে সফরকারীদের পরপর দুটি শট গোললাইন থেকে ফেরান সের্হিও বুসকেতস ও এরিক গার্সিয়া।

ফলে ৪-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

এই জয়ের ফলে ১১ ম্যাচ থেকে ২৮ পয়েন্ট নিয়ে লিগের দ্বিতীয় অবস্থানে বার্সা। শীর্ষে থাকা রিয়ালের সংগ্রহ ৩১ পয়েন্ট। আর বিলবাও এই হারের পর ১১ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে নেমে গেছে তালিকার ষষ্ঠ স্থানে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি