ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

দেশ ছেড়ে পালাতে চেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক

প্রকাশিত : ২১:১৩, ২০ মে ২০১৯

জাতীয় দলে সুযোগ না পাওয়ার হতাশায় অনেক দেশের ক্রিকেটারই পাড়ি জমান ভিন দেশে। সেই তালিকায় ছিলেন দক্ষিণ আফ্রিকার বর্তমান অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তার নেতৃত্বেই এবার বিশ্বকাপ মাতাবে প্রোটিয়ারা।

জনপ্রিয় ইউটিউব চ্যানেল ব্রেকফাস্ট উইথ চ্যাম্পিয়নস’-এ এক সাক্ষাৎকারে দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক এবি ডি
ভিলিয়ার্স বলেন, এটা অনেকের অজানা। আমরা দুজন (ভিলিয়ার্স-ডু প্লেসি) শৈশবের বন্ধু। ওর তুলনায় কিছুটা আগে জাতীয় দলে অভিষেক হয় আমার। ওর দেরি হচ্ছিল দেখে, একটা সময় দেশ ছেড়ে ইংল্যান্ডের কোন একটা কাউন্টি দলে যোগ দেওয়ার কথা ভাবছিল ডু প্লেসিস।

ভিলিয়ার্স আরও বলেন, ও আমার কাছে পরামর্শ জানতে চায়। ওকে বুঝিয়ে বলি, কিছুদিন পর অবসর নিতে যাচ্ছে কয়জন তারকা ক্রিকেটার। তখন জাতীয় দলে সুযোগ এসে যাবে। অবশেষে সেটাই হয়েছিল। ২০১১ সালের জানুয়ারিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন দক্ষিণ আফ্রিকার এ মিডল অর্ডার ব্যাটসম্যান।

দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দুই বছরের ব্যবধানে চলে আসেন জাতীয় দলের নেতৃত্বে। ফাফ ডু প্লেসিসের নেতৃত্বে ইতিমধ্যে ৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে ২৫টিতে জয় পেয়েছে। বিশ্বকাপেও প্রোটিয়াদের নেতৃত্ব দিবেন ডু প্লেসিস।

আই//আরকে


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি