ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশকে এগিয়ে নিতে নৌকার বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ৩০ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৯:২৫, ১ ডিসেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, দেশ এগিয়ে নিতে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই তাই দেশের উন্নায়নে আগামী নির্বাচনে নৌকায় ভোট না দিলে জনগণ ভুল করবেন। বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাটে নবনির্মিত হাতীবান্ধা থানা ভবন উদ্বোধন শেষে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন

স্বরাষ্ট্রমন্ত্রী জনগণের উদ্দেশ্যে বলেন, দেশে উন্নায়নের ধারাবাহিকতা রাখতে আবারও নৌকায় ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে জয়যুক্ত করতে হবে। নৌকায় ভোট না দিলে ভুল করবেন, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত হবে।

তিনি বলেন, বর্তমানে দেশে জঙ্গিবাদ শূন্যের কোঠায়। আইন শৃংখলা বাহিনী জঙ্গি-সন্ত্রাস নির্মূলে কাজ করে যাচ্ছে। দেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও বিচ্ছিন্নতাবাদীদের ঠাঁই হবে না। শেখ হাসিনার নেতৃত্বে অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশ আগামীতেও এগিয়ে যাবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামান আহম্মেদ। উপস্থিত ছিলেন লামনিরহাট জেলার মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, লালমনিরহাট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, আওয়ামী লীগের জেলা যুগ্ম সম্পাদক অধ্যক্ষ সরওযার হায়াত খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান সোহাগ, হাতীবান্ধা উপজেলা পরিষদের চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমিন বাবুল প্রমুখ।

হাতীবান্ধার নবনির্মিত থানা ভবনের উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন রংপুর বিভাগের ডিআইজি গোলাম ফারুক, লালমনিরহাটের পুলিশ সুপার শহিদুল ইসলাম, লালমনিরহাট জেলা প্রশাসক শফিউল আরিফ।

 

আর/টিকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি