ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশজ আয়ের ১০ শতাংশেরও বেশী আসে তৈরি পোশাক শিল্প থেকেই

প্রকাশিত : ১২:৩০, ২২ এপ্রিল ২০১৬ | আপডেট: ১২:৩৪, ২২ এপ্রিল ২০১৬

Ekushey Television Ltd.

রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প থেকেই আসে মোট দেশজ আয়ের দশ শতাংশেরও বেশী। ব্যবসায়ীরা বলছেন, তৈরি পোশাকের  কাঁচামাল দেশে উৎপাদন করা সম্ভব হলে রপ্তানি আয়ও বাড়বে গাণিতিক হারে। তবে ক্ষুদ্র্র উদ্যোক্তাদের অনেকেই দীর্ঘ সময় রপ্তানি ধরে রাখতে পারছেন না। আর এটাকেই সংকট হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। রপ্তানি বাড়াতে নিজস্ব ব্র্যান্ড তৈরির পরামর্শ অর্থনীতিবিদদের। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পোশাকের শুল্কমুক্ত সুবিধা বন্ধ থাকলেও দৃশ্যমান কোনো প্রভাব পড়েনি বলেই মনে করছেন উদ্যোক্তা রপ্তানিকারকরা। বর্তমানে মোট দেশজ আয়ের দশ শতাংশেরও বেশি আসে রপ্তানিমুখী পোশাক শিল্প থেকে। দিন দিনই বাড়ছে বিদেশি ক্রেতার সংখ্যা।  তবে উদ্যোক্তারা মনে করেন, পোশাক তৈরির কাঁচামাল ও যন্ত্রাংশ দেশে উৎপাদন হলে রপ্তানি আয়ও দ্বিগুন হওয়া সম্ভব। অর্থনীতিবিদরা বলছেন, দেশের অনেক ক্ষুদ্র উদ্যোক্তাই বিদেশী ক্রেতাদের কাছে নিজেদের তুলে ধরতে পারছেন না। রপ্তানি বাড়াতে দেশীয় ব্র্যান্ড তৈরির পরামর্শ তাদের । তবে, কাজটি রাতারাতিই সম্ভব না বলেও মানছেন তারা। রপ্তানি বাড়াতে বিভিন্ন আন্তর্জাতিক মেলায় দেশীয় উদ্যোক্তাদের অংশ নেয়ার পাশাপাশি সরকারি উদ্যোগে দেশেও মেলা আয়োজন করা দরকার বলে মনে করেন অর্থনীতিবিদরা।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি