ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দেশজুড়ে একুশের জন্মদিন উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১০, ১৭ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

দেশের বিভিন্ন জেলায় নানা অনুষ্ঠানমালার মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৪ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। 

পহেলা বৈশাখের প্রথম প্রহরে সিলেটের নজরুল একাডেমি মিলনায়তনে সিলেটে সুধীজনেরা একুশে টেলিভিশনের জন্মদিনের কেক কাটেন। এ সময় তারা একুশে টেলিভিশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন। 

এ সময় উপস্থিত ছিলেন- সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন সহ সুধীজনেরা। 

গাজীপুরে একুশে টেলিভিশনের ২৪বছরে পদার্পণ উৎসব নানা আয়োজনে পালিত হয়েছে। গাজীপুর জেলার শ্রেষ্ঠ বিদ্যালয়ের লতিফপুর মডেল স্কুল মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে শিল্পীরা বিভিন্ন গান পরিবেশন করেন। 

ময়মনসিংহে নানা আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এই দিন একুশে দর্শক ফোরামের পক্ষ থেকে অসহায় দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে ঈদ সামগ্রী তুলে দেয়া হয়। 

বগুড়ায় বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে একুশে টেলিভিশনের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকি পালিত হয়েছে। জেলার শাজাহানপুর উপজেলা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। 

জামালপুরে একুশে টিভি’র ২৪তম জন্মদিন উপলক্ষ্যে র‌্যালি, কেট কাটা, আলোচনা, দোয়া-মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিবর্গ।

বরিশালে ব্যতিক্রমী আয়োজনের মধ্য দিয়ে একুশে টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। প্রাণের টেলিভিশন ২৩ বছর পেরিয়ে ২৪ বছরে পদার্পণ উপলক্ষে বরিশাল অফিসের আয়োজনে নগরীর আমতলার মোড়ে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাধ্যমে ইফতার, দোয়া মোনাজাত, আলোচনা, ও কেক কাটা অনুষ্ঠিত হয়।

চুয়াডাঙ্গায় শোভাযাত্রা ও  আলোচনাসভা অনুষ্ঠানসহ বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের প্রথম বেসরকারি টেলিভিশন একুশে টেলিভিশনের ২৪ বর্ষে পদার্পণ উদযাপন করা  হয়েছে । অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে একুশে টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়ে ফুলের স্তবক  দেওয়া হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তারা একুশে টেলিভিশনের প্রচারিত বিভিন্ন অনুষ্ঠানের প্রশংসা করে বলেন, সবার আগে সঠিক সংবাদ প্রচারে একুশে টেলিভিশন বেশ এগিয়ে ।

দিনব্যাপী অনুষ্ঠানের শুরুতে র‌্যালি ছাড়াও সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। পরে আমন্ত্রিত অতিথিতিদের নিয়ে পান্তা –ইলিশ উৎসব এবং ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শেষে কেক কেটে একুশের জন্মদিন পালন করা হয় ।
 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি